সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইপিএলে লজ্জার নজির গড়লেন শচিনপুত্র

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৩, ০৩:০০ পিএম

শেয়ার করুন:

আইপিএলে লজ্জার নজির গড়লেন শচিনপুত্র

চলমান আইপিএলে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমে লজ্জার নজির গড়লেন শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। গতকাল (শনিবার) পাঞ্জাব কিংসের বিপক্ষে ঘরের মাঠে এক ওভারে ৩১ রান দিয়েছেন তিনি। যা আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের মধ্যে এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার তালিকায় দ্বিতীয়।

এদিন পাঞ্জাবের বিপক্ষে ইনিংসের ১৬তম ওভারে বোলিংয়ে আসেন অর্জুন। তখন উইকেটে ছিলেন স্যাম কারান ও হরপ্রীত সিংহ। প্রথম বলেই অর্জুনকে ছয় মারেন কারান। পরের বল ওয়াইড করেন তিনি। এর পরের বলে চার মারেন কারান। অর্জুনের ৩ নম্বর বল থেকে আসে একরান। চতুর্থ বলে চার মারেন হরপ্রীত। ৫ নম্বর বলে ছয় মারেন তিনি। পরের বলটি নো বল করেন শচীন পুত্র। সেই বলেও চার মারেন হরপ্রীত। পরের ফ্রি হিটের বলে আবারও একটি চার মারেন হরপ্রীত। শেষ পর্যন্ত ৩ ওভারে ৪৮ রান দিয়ে ১ উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় অর্জুনের।


বিজ্ঞাপন


আরও পড়ুন- আবর্জনা ও বোতলে তৈরি জার্সি পরে খেলবেন বিরাট-ডু প্লেসিরা

এর আগে আইপিএলে মুম্বাইয়ের বোলারদের মধ্যে এক ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছিলেন ড্যানিয়েল স্যামস। ২০২২ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এক ওভারে ৩৫ রান দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন- জোকোভিচকে হারিয়ে নতুন অঘটনের জন্ম দিলেন ডুসান লাজোভিচ


বিজ্ঞাপন


আর অর্জুনের পর তৃতীয় স্থানে রয়েছেন তিন জন বোলার। ২০১৪ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের বিপক্ষে পবন সুয়াল, ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আলজারি জোসেফ ও ২০১৭ সালে পাঞ্জাব কিংসের বিপক্ষে মিচেল ম্যাকলেনাঘান এক ওভারে ২৮ রান দিয়েছিলেন।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর