সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আবর্জনা ও বোতলে তৈরি জার্সি পরে খেলবেন বিরাট-ডু প্লেসিরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৩, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

আবর্জনা ও বোতলে তৈরি জার্সি পরে খেলবেন বিরাট-ডু প্লেসিরা

আইপিএলে আজ দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস। ম্যাচে ব্যাঙ্গালুরু দল বিশেষ এক ধরণের জার্সি পরে খেলতে নামবেন।

২০১১ সাল থেকে প্রতি বছর একটি হোম ম্যাচে ‘সবুজ জার্সি’ পরে খেলেন বিরাট কোহলিরা। সাধারণত, দুপুরের কোনও ম্যাচে এই বিশেষ জার্সি পরতে দেখা যায় তাদের। যার ধারাবাহিকতায় রাজস্থানের বিপক্ষে আজ ঘরের মাঠে সবুজ জার্সি পরে নামবেন বিরাট কোহলিরা।


বিজ্ঞাপন


আরও পড়ুন- জোকোভিচকে হারিয়ে নতুন অঘটনের জন্ম দিলেন ডুসান লাজোভিচ

আজকের ম্যাচকে আরসিবি নাম দিয়েছে ‘গ্রিন গেম’। মূলত পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নিয়েছে তারা। এই বছর ব্যাঙ্গালুরুর ক্রিকেটারদের জার্সি তৈরি করা হয়েছে স্টেডিয়ামে পড়ে থাকা আবর্জনা দিয়ে। যে আবর্জনা তাদের প্রথম হোম ম্যাচের স্টেডিয়াম থেকে সংরক্ষণ করা হয়েছিল। সেদিন খেলা শেষে ৯০৪৭ কেজি বর্জ্য, ১৯৪৮৮টি পানির বোতল পাওয়া গিয়েছিল। সেগুলো দিয়েই বিরাটদের এই বিশেষ জার্সি তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, চলমান আইপিএল যাত্রায় ব্যাঙ্গালুরু এখন পর্যন্ত ৬টি ম্যাচের মধ্যে ৩টিতে জিতেছে। হেরেছে ৩টিতে। বর্তমানে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৬ নম্বরে আছে দলটি। তাই আজকের ম্যাচে আরসিবির সামনে সুযোগ থাকবে রাজস্থানকে হারিয়ে পয়েন্ট তালিকার উপরে ওঠার।


বিজ্ঞাপন


আরও পড়ুন- মাহরেজের ইতিহাস গড়া হ্যাটট্রিকে এফএ কাপের ফাইনালে ম্যান সিটি

ব্যাঙ্গালুরুর হয়ে ব্যাট হাতে বেশ ভালো ছন্দেই আছেন বিরাট। ৬ ম্যাচে ২৭৯ রান করেছেন তিনি। চারটি অর্ধশতক এসেছে তার ব্যাট থেকে। অন্যদিকে ভালো খেলছেন দলের অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিও। ৬ ম্যাচে ৩৪৩ রান করে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকার শীর্ষে আছেন এই প্রোটিয়া ব্যাটার।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর