শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফুটবল মাঠের সকল পজিশনের নাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৩, ০২:০৫ পিএম

শেয়ার করুন:

ফুটবল মাঠের সকল পজিশনের নাম

পৃথিবীর সর্বাধিক জনপ্রিয় খেলা ফুটবল। বিশ্বের প্রায় ১৯৫টিরও বেশি দেশে প্রচলন রয়েছে এই খেলার। ফুটবল মাঠে রয়েছে ১১টি অবস্থান। চারটি বিস্তৃত অংশ নিয়ে যেখানে খেলোয়াড়রা নিজেদের ফুটবল শৈলী প্রদর্শন করেন।

চলুন এবার জেনে নেওয়া যাক, ফুটবল মাঠের বিভিন্ন পজিশনগুলোর নাম ও গুরুত্ব।


বিজ্ঞাপন


গোলরক্ষক

ফুটবল মাঠে গোলরক্ষক একমাত্র খেলোয়াড়, যিনি তার হাত ব্যবহার করতে পারেন। তবে তা শুধুমাত্র পেনাল্টি সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকে। সাধারণত গোলরক্ষকের জার্সিটি তার দলের অন্যান্য ফুটবলারদের থেকে আলাদা থাকে। ধারণা করা হয়, ১৯৭০ সাল থেকে গোলরক্ষকরা তাদের হাত রক্ষা করতে ও বলের উপর তাদের আস্থা বৃদ্ধির জন্য উভয় হাতেই গ্লাভস ব্যবহার শুরু করেন।

ফুটবল বিশ্বের সেরা কয়েকজন গোলরক্ষক- জার্মানির অলিভার কান, স্পেনের ইকার ক্যাসিয়াস, ইতালির জিয়ানলুইজি বুফন।


বিজ্ঞাপন


আরও পড়ুন- ফুটবলে আসছে নতুন নিয়ম

ডিফেন্ডার

ফুটবল মাঠে একজন ডিফেন্ডারের প্রধান দায়িত্ব প্রতিপক্ষের কাছ থেকে বলটি জয় করা ও স্কোরিং করতে তাদের বাধা দেওয়া। সাধারণত তিনজন থেকে পাঁচজন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন।

পেছনের লাইনের মাঝখানে অবস্থানরত ডিফেন্ডাররা মুখ্য দায়িত্ব পালন করে থাকেন। 

বিশ্বের সেরা কয়েকজন ডিফেন্ডার- স্পেনের কার্লোস পুয়োল, ব্রাজিলের কাফু, ইতালির পাওলো মালদিনি।

আরও পড়ুন- লিওনেল স্ক্যালোনি: আর্জেন্টিনার স্বপ্ন জয়ের কারিগর

মিডফিল্ডার

ফুটবল মাঠে এই পজিশনটি একটি দলের প্রধান শক্তি। মিডফিল্ডাররাই গোলের সম্ভাবনা সৃষ্টি করেন। এরা ডিফেন্ডার ও ফরোয়ার্ডদের সঙ্গে দায়িত্ব ভাগ করে নেন।

বিশ্বের সেরা কয়েকজন মিডফিল্ডার- ইতালির আন্দ্রে পিরলো, ফ্রান্সের জিনেদিন জিদান, স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তা।

আরও পড়ুন- ফ্রান্সের ধারাবাহিক সাফল্যের পিছনে রয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনা

ফরোয়ার্ড

এই অবস্থানের আরেকটি নাম স্ট্রাইকার। স্ট্রাইকাররা ক্রমাগত একটি বল বাছাই করে সেটিকে স্কোর করার সুযোগ খুঁজেন। একটি দলে দুইজন থেকে চারজন পর্যন্ত ফরোয়ার্ড থাকতে পারেন।

ফুটবল বিশ্বের সেরা কয়েকজন ফরোয়ার্ড- ব্রাজিলের পেলে, জার্মানির গার্ড মুলার, আর্জেন্টিনার লিওনেল মেসি।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর