বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

বাংলাদেশের সমর্থন নিয়ে কথা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৯ এএম

শেয়ার করুন:

বাংলাদেশের সমর্থন নিয়ে কথা বললেন মেসি

আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির ক্যারিয়ারে একমাত্র অপ্রাপ্তি ছিল বিশ্বকাপের সোনালী ট্রফি ছোয়ার। কাতার বিশ্বকাপ সেই অপ্রাপ্তির পূর্নতা দিয়েছে এই ক্ষুদে জাদুকরকে। তার হাত ধরেই দীর্ঘ ৩৬ বছর পর লাতিন আমেরিকার দেশটি পেয়েছে বিশ্বকাপ জয়ের স্বাদ।

কাতারে বিশ্বকাপ চলাকালীন সময়ে বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা ও মেসিকে নিয়ে ছিল সরব। মেসি বন্দনার সেই খবর পৌঁছে গিয়েছিল লাতিন আমেরিকার দেশটিতেও। লা পুলগাকে নিয়ে বাংলাদেশিদের এমন বাঁধভাঙা উল্লাস-উন্মাদনা, এবার মেসি নিজেই গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন। বলেছেন বাংলাদেশের মানুষের নিঃস্বার্থ সমর্থনের কথাও।


বিজ্ঞাপন


আরও পড়ুন- নিয়ম পাল্টে ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া

সম্প্রতি আর্জেন্টিনার ওলে পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে মেসি বলেছেন, ‘হ্যাঁ, আমি বাংলাদেশের সমর্থন দেখেছি। সব জায়গায় শুধু ১০ নম্বর জার্সি। ফাইনালের আগে সোফি মার্টিনেজ আমাকে দেখিয়েছিল। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে দেখা সত্যিই সুন্দর।’

সাক্ষাৎকারে সাধারণ আর্জেন্টাইনদের নিয়ে কথা বলার পরই উঠে আসে বাংলাদেশের প্রসঙ্গ। যেখানে বেশ স্বাচ্ছন্দ্যভাবেই বাংলাদেশ নিয়ে এসব কথা বলেন লিও মেসি।


বিজ্ঞাপন


এর আগে বাংলাদেশের সমর্থন নিয়ে মুখ খুলেছিলেন আলবিসেলেস্তা কোচ লিওনেল স্ক্যালোনি। ডি স্পোর্টস রেডিওর এক প্রশ্নের জবাবে স্ক্যালোনি বলেছিলেন, ‘এসব জেনে তো খুবই ভালো লাগে। দিয়োগোর (ম্যারাডোনা) অসংখ্য সমর্থক রয়েছে সেখানে। এখন মেসিরও আছে। তাদের মাধ্যমে আর্জেন্টিনাকে ভালোবাসে অনেক দেশ, বাংলাদেশ এর মধ্যে অন্যতম।’

আরও পড়ুন- পিএসজি শিবিরে বড় ধাক্কা, বায়ার্নের বিপক্ষে নেই এমবাপে

তাছাড়াও বিশ্বকাপে মেক্সিকো-আর্জেন্টিনা ম্যাচ শেষে বাংলাদেশের সমর্থন নিয়ে ফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) তাদের ভেরিফাইড টুইটারে এক ভিডিও পোস্ট করেছিল। ফিফার সেই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল ‌‘এটাই হলো ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তরা ফিফা বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে জয়ের ম্যাচে মেসির দেওয়া গোল উদযাপন করছে।’

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর