ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি থেকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেওয়ার পর হৃদরোগে আক্রান্ত হন সার্জিও আগুয়েরো। এরপরই শেষ হয়ে যায় সাবেক এই আর্জেন্টাইন তারকা ফুটবলারের ক্যারিয়ার। একপ্রকার বাধ্য হয়েই ২০২১ সালে অবসর নিতে হয় লিওনেল মেসির ঘনিষ্ঠ বন্ধুকে।
তবে সহকারী কোচ হিসাবে মেসি-ডি মারিয়াদের সঙ্গে কাতারে যাওয়া সার্জিও আগুয়েরো আবারও মাঠে ফিরছেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক বরাত দিয়ে জানা যায়, ইকুয়েডেরিয়ান ক্লাব বার্সেলোনার হয়ে ঐতিহ্যবাহী ‘ইয়েলো নাইট’ ম্যাচে অতিথি ফুটবলার হিসেবে খেলার আমন্ত্রণ পেয়েছেন এই আলবিসেলেস্তে তারকা। আগামী ২৪ জানুয়ারি ক্লাবটির হোম ভেন্যু খ্যাত ইসিদ্রো রোমেরো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
বিজ্ঞাপন
আরও পড়ুন- বিতর্কিত মার্টিনেজকে নিয়ে মুখ খুললেন সাবেক ফরাসি গোলরক্ষক
এই প্রসঙ্গে আগুয়েরো জানান, ‘মাঠে নামার জন্য আমি মুখিয়ে আছি। আবারও ফুটবলের আনন্দ পেতে চাই। ডাক্তার আমার সব পরীক্ষা-নিরীক্ষা করেছেন। সম্পূর্ণ ভাল আছি এখন। অনুশীলনও শুরু করে দিয়েছি। আমি আবার খেলার জন্য প্রস্তুত।’

এর আগে ২০২১ সালের অক্টোবরে ৩৪ বছরের এই তারকা স্ট্রাইকারের হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ে। এরপর চিকিৎসকদের নির্দেশে ফুটবলকে বিদায় জানাতে বাধ্য হন তিনি। কাতার বিশ্বকাপে খেলার ইচ্ছা থাকলেও চিকিৎসকদের অনুমতি না পাওয়ায় মাঠে ফেরা হয়নি আগুয়েরোর। অবসরে যাওয়ার আগে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে চারটি ম্যাচে ১৬৫ মিনিট খেলেছিলেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন- ফুটবল কিংবদন্তি পেলেকে সম্মাননা জানাবে ইডেন গার্ডেন
তবে কাতারে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামা না হলেও, আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের অনুমতি নিয়ে দলের সহকারী কোচ হিসেবে মরুর দেশটিতে গিয়েছিলেন আগুয়েরো। এরপর আলবিসেলেস্তেদের স্বপ্ন জয়ের পর তিনি বলেছিলেন, ‘সেই রাতে সবার সঙ্গে দারুণ মজা করেছিলাম। সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে গেলেও, ওরা আমার সতীর্থ।’
এর আগেও ইকুয়েডরের বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের জার্সিতে বিশ্বের একাধিক ফুটবলার খেলেছেন। ২০১৬ সালে ব্রাজিলের রোনালদিনহো, ২০১৭ সালে উরুগুয়ের দিয়েগো ফোরলান, ২০১৮ সালে সেলেসাও তারকা কাকা, ২০১৯ সালে আন্দ্রে পিরলো, ২০২০ সালে আলেসান্দ্রো দেল পিয়েরো, ২০২১ সালে আর্জেন্টিনার জাভিয়ার মাসচেরানো ও ২০২২ সালে আরেক আর্জেন্টাইন কার্লোস তেভেজও খেলেছেন এই ক্লাবে। এবার সেই তালিকায় নাম লিখাতে যাচ্ছেন লিওনেল মেসির ঘনিষ্ঠ বন্ধু সার্জিও আগুয়েরো।
এফএইচ

