রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এশিয়া কাপ ২০২৫

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত, বাংলাদেশ পাচ্ছে কত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ পিএম

শেয়ার করুন:

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত, বাংলাদেশ পাচ্ছে কত

বিতর্ক, রোমাঞ্চ আর উত্তেজনায় ঠাসা এশিয়া কাপের পর্দা এবার আনুষ্ঠানিকভাবে নামলো। মাঠে যেমন উত্তাপ ছড়িয়েছে, তেমনি আলোচনার কেন্দ্রেও ছিল টুর্নামেন্টের প্রতিটি মুহূর্ত। আর সেই নাটকীয়তার মঞ্চে শেষ হাসি হেসেছে ভারত। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে অপরাজিত থেকেই এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে সূর্যকুমার যাদবের দল।

তবে শিরোপা জয়ের আনন্দের সঙ্গে এবার পুরস্কারেও এসেছে বড় চমক। জানা জানায়, এবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত পাচ্ছে ৩ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা!


বিজ্ঞাপন


এই অঙ্কটা যে রীতিমতো রেকর্ড, তা বলাই বাহুল্য। আগের বছর ২০২৩ সালে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২ লাখ ৫০ হাজার ডলার, আর ২০২২ সালে ছিল মাত্র ২ লাখ ডলার। সেদিক থেকে এবার প্রাইজমানি বেড়েছে চোখে পড়ার মতো।

ফাইনালে হেরে যাওয়া পাকিস্তানও খালি হাতে ফিরছে না। রানার্স-আপ হওয়ার সুবাদে তাদের পকেটে যাচ্ছে ১ লাখ ৫০ হাজার ডলার, অর্থাৎ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ পাচ্ছে প্রায় ৬০ লাখ টাকা, আর চতুর্থ হওয়া শ্রীলঙ্কার প্রাপ্তি ৪০ লাখ টাকার কাছাকাছি।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে প্রাইজমানির ঘোষণা দেয়নি আইসিসি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর