এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা রকম উত্তেজনা, ভিন্ন এক রোমাঞ্চ। রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাইয়ে জমজমাট এক ফাইনালে নাটকীয় উত্থান-পতনের পর শেষ হাসি হেসেছে ভারত। পাকিস্তানের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করে ১৯.৪ ওভারে ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করেছে সুর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল।
ম্যাচের নায়ক ছিলেন তরুণ তিলক ভর্মা। দায়িত্বশীল ব্যাটিংয়ে অপরাজিত থেকে অর্ধশতক পূর্ণ করেন তিনি, যা ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিজ্ঞাপন
ভারতের এই ঐতিহাসিক জয়ে দেশজুড়ে শুরু হয়েছে উৎসব। শহর থেকে গ্রাম—প্রতিটি কোণে চলছে আনন্দ মিছিল, বাজছে বাজি, আর শোনা যাচ্ছে দেশাত্মবোধক স্লোগান।

এই জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক স্ট্যাটাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল একই- ভারত জিতেছে! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।’
প্রধানমন্ত্রীর এই মন্তব্যে ইঙ্গিত রয়েছে সাম্প্রতিক কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’ অভিযানের দিকে, যেখানে ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েছিল।
বিজ্ঞাপন

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটের পালটা জবাব দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি। তিনি লেখেন, ‘যদি যুদ্ধই হয় তোমার গর্বের মাপকাঠি, তাহলে ইতিহাস ইতোমধ্যেই পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়গুলোকে স্মরণ রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে মুছে ফেলতে পারে না। খেলায় যুদ্ধকে টেনে আনা কেবল তোমার হতাশাই প্রকাশ করে, আর খেলাধুলার আসল চেতনার অবমাননা করে।’
৪১ বছর পর প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ম্যাচটি প্রত্যাশিতভাবেই রূপ নেয় এক মহারণে। শেষ ওভার পর্যন্ত উত্তেজনায় ঠাসা এই ম্যাচে অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

