ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই উত্তাপ, আর ফাইনালে সেই উত্তাপ আরও প্রকট হয়ে উঠে। পাকিস্তানকে হারিয়ে আবারও এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উত্তাপ দেখা দেয়। ভারতের ক্রিকেটাররা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়ে মাঠ ছাড়ে এবং মাঠেই উদযাপন চালায়।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতে দেরি হয়। ভারতের ক্রিকেটাররা মঞ্চে উপস্থিত থাকলেও নাকভির হাত থেকে মেডেল ও পুরস্কার নেননি। তার কাজটি করেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পিসিবি ও এসিসির প্রধান নাকভি স্টেজে শুধুই দাঁড়িয়ে ছিলেন। শেষ পর্যন্ত ব্যক্তিগত পুরস্কার দেওয়া হলেও এশিয়া কাপের ট্রফি ভারতের হাতে তুলে দেওয়া হয়নি।
বিজ্ঞাপন
ভারতের ক্রিকেটাররা ট্রফি না নিয়ে মাঠেই উদযাপন চালিয়ে যান। পরে একে একে বাকি অতিথিরাও পুরস্কার বিতরণী মঞ্চ ছেড়ে যান। ফলে শিরোপা দেওয়া ছাড়াই শেষ হয় এশিয়া কাপের ফাইনাল মহারণ।
এশিয়া কাপ ফাইনালের এই পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশন শেষ হয়, উপস্থাপক সাইমন ডুলের ঘোষণা দিয়ে, ‘ভারতীয় ক্রিকেট দল আজ রাতে তাদের পুরস্কার গ্রহণ করবে না। তাই এই মুহূর্তে অনুষ্ঠান এখানেই শেষ।’
এমআর

