ক্রিস্টিয়ানো রোনালদো আর জর্জিনা রদ্রিগেজ- দুজনেই আলাদা আলাদা জগতে সুপারস্টার। বহুদিন ধরেই তারা আলোচনার কেন্দ্রে। একসাথে কাটিয়ে দিয়েছেন নয়টি বছর, বড় করছেন একাধিক সন্তান। এবার অবশেষে তাদের সম্পর্ক নতুন এক পর্বে প্রবেশ করল। এ তারকা যুগল বাগদান সম্পন্ন করেছেন তা এখন পুরনো খবর। ভক্ত-সমর্থকদের আগ্রহ এখন, কবে বিয়ে করছেন সিআরসেভেন, এ বিয়ের ভেন্যুই বা কোথায়!
২০২৫ সালের ১১ আগস্ট, জর্জিনা ইনস্টাগ্রামে একটি ঝলমলে পোস্টে বাগদানের খবর জানান। ছবিতে দেখা যায়, হাতে পরেছেন বিশাল আকৃতির ডায়মন্ডের রিং। ক্যাপশনে লেখেন, “হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং প্রতিটি জীবনেই।” আর এতেই তোলপাড় পড়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিজ্ঞাপন
আরও পড়ুন- বিয়ের আগেই রোনালদো-জর্জিনার বিচ্ছেদ চুক্তি, মিলবে মাসিক মোটা অঙ্ক
আরও পড়ুন- জর্জিনার অনামিকায় আংটি পরালেন রোনালদো, দাম শুনে চক্ষু চড়কগাছ
রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার রোনালদো। এখন খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে, চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। বিয়ের অনুষ্ঠান কোথায় হবে, তা নিয়ে ভক্তদের মধ্যে জোর গুঞ্জন। অনেকেই মনে করছেন রোনালদোর বর্তমান ব্যস্ততা ও অবস্থান বিবেচনায় বিয়ের স্থান হতে পারে সৌদি আরবের রিয়াদ কিংবা সংযুক্ত রাব আমিরাতের দুবাইয়ের মতো গ্ল্যামারাস কোনো শহর। তবে আরেকটি সম্ভাব্য লোকেশন হতে পারে স্পেনের মাদ্রিদ।

বিজ্ঞাপন
সেখানেই ২০১৬ সালে জর্জিনার সঙ্গে রোনালদোর প্রথম দেখা হয়েছিল। শুধু তাই নয়, সেখানেই জন্মেছিলেন জর্জিনাও। তাই আবেগের জায়গা থেকেও মাদ্রিদকে বেছে নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত। তাছাড়া, রোনালদোর নিজের শিকড়ের টান তো আছেই। তাই তাঁর জন্মস্থান, পর্তুগালের মেদিরাও হতে পারে বিয়ের আরেকটি সম্ভাব্য গন্তব্য। রোনালদো ও জর্জিনার সম্ভাব্য বিয়ের তারিখ নিয়েও অনেকেই এখন থেকে জল্পনা শুরু করে দিয়েছেন। অনুমান করা হচ্ছে, আল নাসরের চলতি মৌসুম শেষ হওয়ার পর, অর্থাৎ ২০২৬ সালেই বিয়েটা হতে পারে।
এদিকে রোনালদোর বিয়ের তারিখ ও ভেন্যু নিয়ে যখন নানা দিকে নানা রকম খবর, তখন কিছুটা ভেতরের খবর দিয়েছেন স্প্যানিশ টিভি শো দি কোরাজোনে-এর সাংবাদিক আলবার্তো গুজমান। জর্জিনার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, ‘আমি জর্জিনার ঘনিষ্ঠ একজনের সঙ্গে কথা বলেছি। ওরা এখনো তারিখ নিয়ে ভাবছেন। মনে হচ্ছে, এখনো কিছুই চূড়ান্ত হয়নি। ক্রিস্টিয়ানোও বিষয়টা খুব গোপন রাখছেন।’
গুজমান জানালেন, ‘আমাকে বলা হয়েছে, খুব সম্ভবত বিয়ে হবে ২০২৬ সালের ১৯ জুলাইয়ের পর। তখন বিশ্বকাপ শেষ হবে। সেই বিশ্বকাপে খেলতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স তখন হবে ৪১। তিনি চান বিশ্ব ফুটবলকে গ্র্যান্ড স্টাইলে বিদায় জানাতে।’ আর বিয়ের অনুষ্ঠান পর্তুগালে হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন গুজমান।

