ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ অবশেষে আনুষ্ঠানিকভাবে বাগদান সেরে ফেলেছেন। ইনস্টাগ্রামে এক ঝলমলে হীরার আংটির ছবি পোস্ট করে জর্জিনা নিজেই সুখবরটি ভাগাভাগি করেছেন ভক্তদের সঙ্গে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, "হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং পরের জীবনেও।"
২০১৭ সালে গুচির একটি দোকানে রোনালদোর সঙ্গে পরিচয় হয় জর্জিনার। সেখান থেকেই শুরু হয় তাদের সম্পর্ক, যা আজ সাত বছরের বেশি সময় ধরে টিকে আছে। এই সময়ে তারা একসঙ্গে সংসার করেছেন, ভাগ করে নিয়েছেন জীবনের আনন্দ-বেদনার অনেক গল্প। তাদের রয়েছে পাঁচ সন্তান, যদিও এক নবজাতকের মৃত্যুর ট্র্যাজেডিও তাদের জীবনে এসেছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স লিগ জেতানো নায়ককেই বিদায় করে দিচ্ছে পিএসজি!
আরও পড়ুন- ২০২৬ বিশ্বকাপে স্বেচ্ছাসেবী হতে পারেন আপনিও, আবেদন যেভাবে
লম্বা সময় ধরে একসঙ্গে থেকে দুজনই বুঝেছেন, তারা আসলে একে অপরের জন্যই। তাই এবার শুভ কাজটা সেরে ফেলছেন এই তারকা যুগল, বসছেন বিয়ের পিঁড়িতে। সে উদ্দেশ্যেই বাগদানটাও সেরে ফেলেছেন। রোনালদোর প্রস্তাবে জর্জিনা রাজি হওয়ায় এবার আলোচনার কেন্দ্রে আংটি।

বিজ্ঞাপন
রোনালদো যে আংটি পরিয়ে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন সেটি শুধু তার সৌন্দর্য নয়, আকার আর মূল্যেও চমকে দিয়েছে সবাইকে। প্রায় আঙুলের অর্ধেক জুড়ে বিশাল এক হীরার আংটি পরেছেন জর্জিনা। মাঝখানে ওভাল আকৃতির বড় একটি হীরা, পাশে দুই পাশে কিছুটা ছোট আরও দুটি পাথর।
বিশেষজ্ঞরা বলছেন, মাঝখানের হীরাটি ২৫ থেকে ৩০ ক্যারেট হতে পারে। পাশে থাকা দুটি হীরাও কম যায় না। প্রতিটিই আনুমানিক ১ ক্যারেট করে বলে জানিয়েছে জুয়েলার ব্র্যান্ড ‘ফ্র্যাঙ্ক ডারলিং’-এর প্রতিষ্ঠাতা কেগান ফিশার। এই হীরার মান ‘ফ্ললেস’, মানে একেবারে নিখুঁত। কাটিংও এমনভাবে করা, যাতে আলো পড়ে সর্বোচ্চ ঝলক দেয়।

বিশেষজ্ঞদের মতে, এই আংটির মূল্য ২০ লাখ থেকে শুরু করে ৫০ লাখ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে (বাংলাদেশি টাকায় প্রায় ২৩ কোটি থেকে ৫৮ কোটির বেশি)। ‘লরেল ডায়মন্ডস’-এর লরা টেইলর বলছেন, কমপক্ষে ২০ লাখ ডলার তো হবেই। আর ‘রেয়ার ক্যারেট’-এর সিইও অজয় আনন্দ বলছেন, এর মূল্য ৫০ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে।
বাগদানের খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই জর্জিনার সেই আংটির ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুধু সম্পর্ক নয়, এই আংটিটিও জায়গা করে নিয়েছে সেলিব্রিটিদের আইকনিক এনগেজমেন্ট রিংয়ের তালিকায়। বিশেষজ্ঞরা বলছেন, আংটির প্রতিটি দিক বিশ্লেষণ করেই বোঝা যাচ্ছে, এটি নিছক একটি অলংকার নয়, বরং সেলিব্রিটি জুয়েলারির ইতিহাসে এক অনন্য সংযোজন।
বাগদানের মধ্য দিয়ে নতুন এক অধ্যায় শুরু করলেন রোনালদো ও জর্জিনা। একসঙ্গে কাটানো সাত বছরের সম্পর্ক, পারিবারিক জীবন আর নানা চড়াই-উতরাই পার করে এবার তাদের পরবর্তী গন্তব্য হয়তো বিয়ের মঞ্চ।

