রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিয়ের আগেই রোনালদো-জর্জিনার বিচ্ছেদ চুক্তি, মিলবে মাসিক মোটা অঙ্ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

বিয়ের আগেই রোনালদো-জর্জিনার বিচ্ছেদে চুক্তি, মিলবে মাসিক মোটা অঙ্ক

ন’বছরের সম্পর্ক, পাঁচ সন্তানের সংসার, আর অবশেষে একটি ইনস্টাগ্রাম পোস্টে চমকে দিল গোটা দুনিয়াকে। ১১ আগস্ট জর্জিনা রদ্রিগেজ নিজের ইনস্টাগ্রামে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে বাগদানের মুহূর্তের একটি ছবি পোস্ট করেন, যার লোকেশন ছিল সৌদি আরবের রাজধানী রিয়াদ। যেখানে এক দশক আগেও অবিবাহিত যুগলদের প্রকাশ্যে চলাফেরা ছিল নিষিদ্ধ, সেখানে বিশ্বের আলোচিত লাভস্টোরির এক নতুন অধ্যায় রচিত হচ্ছে।


বিজ্ঞাপন


তবে জুটির এই প্রেমকথা রূপকথার মতো হলেও, এর পেছনে রয়েছে কঠিন বাস্তবতাও। জানা গেছে, রোনালদো ও জর্জিনা অনেক আগেই বিচ্ছেদ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। পর্তুগিজ ম্যাগাজিন টিভি গুইয়ার দাবি করেছে, যখন জর্জিনা প্রথমবার রোনালদোর সন্তান ‘আলানা মার্টিনা’কে গর্ভে ধারণ করেন, তখনই তারা এই বিচ্ছেদ চুক্তিতে সই করেন। 

চুক্তি অনুযায়ী, যদি এই জুটি ভবিষ্যতে আলাদা হয়ে যান, তবে জর্জিনার জীবনের শেষ দিন পর্যন্ত প্রতি মাসে রোনালদো তাকে ভরণপোষণ হিসেবে দেবেন ১ লাখ ১৪ হাজার ডলার(বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা!) শুধু তাই নয়, রোনালদোর মাদ্রিদের বিলাসবহুল বাড়ি ‘লা ফিনকা’য় থাকার অধিকারও পাবেন জর্জিনা। 

ronaldooo_georzinaa

রোনালদোর মোট সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় ৬৭১ মিলিয়ন ডলার(বাংলাদেশি টাকায় যা প্রায় ৮ হাজার ১৫৬ কোটি!) তবে টাকার অঙ্ক যত বড়ই হোক, জর্জিনাকে নিয়ে তার আবেগ যে আরও বড়, তা বুঝিয়ে দিচ্ছে এই বাগদান।


বিজ্ঞাপন


উল্লেখ্য, গত জুনে, রোনালদো সৌদি আরবে তার চুক্তি আরও দুই বছর বাড়িয়েছেন। ক্লাব দ্বারা প্রকাশিত একটি ভিডিওতে তিনি বলেন, 'আমার পরিবার সবসময় আমার সিদ্ধান্তে আমাকে সমর্থন করে। তাছাড়া সৌদির মানুষ অত্যন্ত আন্তরিক। এজন্য আমরা সেখানে বসবাস করতে চাই এবং এখানেই আমাদের জীবন চালিয়ে যেতে চাই।' 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর