সংযুক্ত আরব আমিরাতের পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে এবার দেশে ফিরছে বাংলাদেশ দল। এ দুই সিরিজেই হেরেছে টাইগাররা। আমিরাতের কাছে ২-১ ব্যবধানে হারের পর ম্যান ইন গ্রিনদের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে লাল-সবুজের দল। এদিকে টানা দুই সিরিজের পর বিশ্রাম নেওয়ার খুব বেশি সময় নেই বাংলাদেশ দলের।
ঈদের পরই বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কা সফরে। সেখানে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে সফরকারীরা। আর সাদা পোশাকের দলে জায়গা পাওয়ার দৌড়ে আছেন ইবাদত হোসেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন- আম্বানির দলকে ফাইনালে তুলতে ব্যর্থ হার্দিক পেলেন কড়া শাস্তি
আরও পড়ুন- হাত দিয়ে গোল করে বিতর্কের জন্ম দিলেন নেইমার (ভিডিও)
২০২৩ সালের জুলাইয়ে চোটে পড়েছিলেন ইবাদত। এরপর লম্বা সময় তাঁকে কাটাতে হয়েছে মাঠের বাইরে। চোট কাটিয়ে সুস্থ হয়ে গত বছর নভেম্বরে জাতীয় ক্রিকেট লিগ দিয়ে আবার ফিরে আসেন। ঢাকা প্রিমিয়ার লিগে তিনি খেলেছেন, এরপর ছিলেন ‘এ’ দলেও।
শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন তিনি। লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্সতুতি নিয়ে তিনি বলেন, ‘২০২২ সালের পর থেকে আমাদের সুস্থ প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন। বিশেষ করে আমাদের পেস বোলিংয়ে সবাই প্রায় সমান। যে কাউকে যেকোনো সংস্করণে নিতে পারেন। এ জিনিসটা আমাদের জন্য খুবই ভালো। আমরা একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করছি। সবাই ১৯–২০। এটা খুব ভালো জিনিস।’
বিজ্ঞাপন
নিজের প্রস্তুতির ব্যাপারে তিনি বলেন, ‘আমার ব্যাপারে বলব, এখন আমার ছন্দটা অনেক ভালো। যেই ছন্দে আগে ছিলাম, সেটা ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ।’
ব্যাটাররাও ছন্দে আছেন জানিয়ে তিনি বলেন, ‘সব ব্যাটসম্যান খুব ভালো অবস্থায় আছে। সবাই খুব ভালো বল ছাড়ছে, রক্ষণ করছে, রান নিচ্ছে, বাজে বলের শাস্তি দিচ্ছে। বোলারদের মধ্যেও নাহিদ রানা খুব জোরে বোলিং করছে।’

