সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আম্বানির দলকে ফাইনালে তুলতে ব্যর্থ হার্দিক পেলেন কড়া শাস্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ জুন ২০২৫, ০২:২৪ পিএম

শেয়ার করুন:

মুম্বাইকে ফাইনালে তুলতে ব্যর্থ হার্দিক পান্ডিয়া পেলেন কড়া শাস্তি

আইপিএলে গুজরাট টাইটান্স চ্যাম্পিয়ন হয়েছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে। বড় অঙ্কের অর্থ খরচ করে সেই পান্ডিয়াকেই দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের এ ফ্র্যাঞ্চাইজির মালিক ভারতের শীর্ষ ধনী পরিবার আম্বানিদের রিলায়েন্স গ্রুপ। মুম্বাইয়ের হয়ে প্রথম মৌসুমটা খুবই বাজে গেছে ভারতের এই তারকা অলরাউন্ডারের। নিজের ঘরের মাঠে দর্শকদের দুয়ো শুনতে হয়েছে তাঁকে। এবার দ্বিতীয় মৌসুমে প্রত্যাশার পারদ চড়ালেও শেষ পর্যন্ত ব্যর্থই হয়েছেন মুম্বাই অধিনায়ক।

এবারের মৌসুমেও পান্ডিয়ার অধীনে মুম্বাইয়ের শুরুটা ভালো হয়নি। টানা করেক ম্যাচ হেরে প্লে-অফে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে ঘুরে দাঁড়িয়ে ঠিকই শেষ চারে জায়গা করে নেয় মুম্বাই। এলিমিনেটরে গুজরাটকে হারিয়ে ফাইনালে খেলার সম্ভাবনাও জাগিয়ে তুলে পান্ডিয়ার দল।


বিজ্ঞাপন


আরও পড়ুন- টানা ৫ ম্যাচ হেরেও যে ইতিবাচক দিক খুঁজে পেলেন টাইগারদের প্রধান কোচ

আরও পড়ুন- হাত দিয়ে গোল করে বিতর্কের জন্ম দিলেন নেইমার (ভিডিও)

তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের কাছে আত্মসমর্পণ করতে হয়েছে পান্ডিয়ার দলকে। এদিকে দলকে ফাইনালে তুলতে ব্যর্থ পান্ডিয়া ম্যাচ শেষে পেয়েছেন কড়া শাস্তি।

গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দুই দলই ধীর গতিতে বল করেছে। ফলে স্লো ওভার রেটের শাস্তি পেয়েছেন দুই দলের দহিনায়কই। তবে পান্ডিয়ার শাস্তির পরিমানই বেশি।


বিজ্ঞাপন


চলতি মৌসুমে এ নিয়ে মোট তিন ম্যাচে স্লো ওভার রেট হয়েছে পান্ডিয়ার মুম্বাইয়ের। এ কারণে পান্ডিয়াকে সর্বোচ্চ ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। ওদিকে পাঞ্জাব দুইবার স্লো ওভার রেট হওয়ায় শ্রেয়াস আই্যারের শাস্তি হয়েছে ২৪ লাখ রুপি জরিমানা।

এদিকে দুই অধিনায়কের পাশাপাশি পাঞ্জাব আর মুম্বাইয়ের ক্রিকেটাররাও শাস্তি পেয়েছেন। পাঞ্জাবের ক্রিকেটারদের ম্যাচ ফির ২৫ শতাংশ বা ৬ লাখ এবং মুম্বাইয়ের ক্রিকেটারদের ৫০ শতাংশ বা ১২ লাখ রুপি করে জরিমানা হয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর