সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২০২৫ ওয়ানডে বিশ্বকাপের সূচি ও ভেন্যু ঘোষণা করল আইসিসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ জুন ২০২৫, ০৬:৩৮ পিএম

শেয়ার করুন:

২০২৫ ওয়ানডে বিশ্বকাপের সূচি ও ভেন্যু ঘোষণা করল আইসিসির 

এ বছরের আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের তারিখ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আইসিসি। ৫০ ওভারের এই বিশ্বকাপের ১৩তম আসর বসছে ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত। এবারের টুর্নামেন্টে আটটি দল অংশ নেবে, আর ম্যাচগুলো হবে ভারতের পাঁচটি শহর ও শ্রীলঙ্কার কলম্বোতে।

যে স্টেডিয়ামগুলোতে খেলা হবে সেগুলো হলো বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম, গুয়াহাটির এসিএ স্টেডিয়াম, ইন্দোরের হোলকার স্টেডিয়াম, বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম এবং শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়াম (কলম্বো)।


বিজ্ঞাপন


আরও পড়ুন- আম্বানির দলকে ফাইনালে তুলতে ব্যর্থ হার্দিক পেলেন কড়া শাস্তি

আরও পড়ুন- হাত দিয়ে গোল করে বিতর্কের জন্ম দিলেন নেইমার (ভিডিও)

১২ বছর পর নারী ওয়ানডে বিশ্বকাপ ফিরছে ভারতে, আর শুরুটা হবে ৩০ সেপ্টেম্বর, বেঙ্গালুরুতে ভারতের ম্যাচ দিয়ে। শুরুতেই থাকছে একদম হাই-ভোল্টেজ ম্যাচ, যা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।

reirerzvbm7snha6ylrh


বিজ্ঞাপন


প্রথম সেমিফাইনাল হবে ২৯ অক্টোবর, সেটি হবে গুয়াহাটি অথবা কলম্বোতে। পরদিন, ৩০ অক্টোবর, দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। এরপর দুই ফাইনালিস্ট দল অন্তত দুই দিনের সময় পাবে নিজেদের প্রস্তুত করার জন্য, কারণ শিরোপা নির্ধারণী ফাইনাল বসবে ২ নভেম্বর, রবিবার, বেঙ্গালুরু অথবা কলম্বোতে।

এই আসরে যারা খেলবে, সেই আট দল হলো: ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং পাকিস্তান।

অস্ট্রেলিয়া টুর্নামেন্টে নামছে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে। ২০২২ সালে নিউজিল্যান্ডে হওয়া সর্বশেষ নারী বিশ্বকাপে তারা ফাইনালে হারিয়েছিল ইংল্যান্ডকে। শুধু তাই নয়, ইতিহাসের সবচেয়ে সফল দলও অস্ট্রেলিয়া, এখন পর্যন্ত তারা সাতবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর