ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে ইংল্যান্ড। ব্রেন্ডন ম্যাককালামের অধীনে সাদা বলে এটিই ইংলিশদের প্রথম সিরিজ। এ সিরিজে নিজেকে যেন পুরো দমে মেলে ধরেছেন জো রুট। ক্যারিবীয়দের বিপক্ষে ১ম ম্যাচেও তিনি খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস। আর গতকাল দ্বিতীয় ম্যাচে যা করেছেন তা তাকে নিয়ে গেছে ইতিহাসের একেবারে চূড়ায়।
কার্ডিফে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ গড়েছিল বড় সংগ্রহ। ব্র্যান্ডন কিংয়ের ফিফটি আর কিসি কার্টির সেঞ্চুরিতে ক্যারিবীয়রা পায় ৩০৮ রানের দেখা। এদিকে বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশরা শুরুতেই হোঁচট খায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন- আম্বানির দলকে ফাইনালে তুলতে ব্যর্থ হার্দিক পেলেন কড়া শাস্তি
আরও পড়ুন- হাত দিয়ে গোল করে বিতর্কের জন্ম দিলেন নেইমার (ভিডিও)
ওপেনার জেইমি স্মিথ ফিরেন ইনিংসের চতুর্থ বলেই। ফলে প্রথম ওভারেই ব্যাত করতে নামতে হয় রুটকে। এদিকে স্মিথের মতোই আরেক ওপেনার বেন ডাকেটও ০ রানেই আউট হন। এক পর্যায়ে ১৩৩ রানেই ৫ উইকেট হারিয়ে হারের শঙ্কায় ছিল ইংল্যান্ড।

বিজ্ঞাপন
তবে ব্যাটিং বিপর্যয়ের দিনে ইংল্যান্ডকে বাঁচিয়েছেন রুট, সেই সাথে তিনি ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে গড়েছেন ইতিহাস। তৃতীয় উইকেটে হ্যারি ব্রুকের সঙ্গে ৮৫ রানের জুটি গড়া রুট ষষ্ঠ উইকেটে গড়েন উইল জ্যাকসের সঙ্গে ১৪৩ রানের জুটি। এর আগে জেকব বেথেলকে নিয়ে করেন ৪০ রান।
৯৮ বলে ১২ চার আর এক ছয়ে সেঞ্চুরি করা রুট ১৫০ করেন ১২৯ বলে। শেষ পর্যন্ত ১৬৬ রানে অপরাজিত থাকা এই ব্যাটার দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। আর ইংলিশদের জেতানোর পথে তিনি হয়েছেন একদিনের ক্রিকেটে তিনি ছাড়িয়ে গেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মর্গ্যানকে।
একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন মর্গ্যান। তবে ১৬৬ রানের অপরাজিত ইনিংসে রুটের ওয়ানডে রান এখন ৭০৮২। মর্গ্যানের ৬৯৫৭ রান টপকে ওয়ানডেতে ইংল্যান্ডের সবচেয়ে বেশি রান করা ব্যাটার এখন তিনিই।

