সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বৃষ্টিতে পাঞ্জাব-বেঙ্গালুরু ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে উঠবে যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২৫, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

বৃষ্টিতে পাঞ্জাব-বেঙ্গালুরু ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে উঠবে যারা

দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার পর অবশেষে প্লে-অফে প্রবেশ করেছে পাঞ্জাব কিংস। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও প্রধান কোচ রিকি পন্টিংয়ের নেতৃত্বে এবারের আইপিএল মৌসুমে একের পর এক জয় ছিনিয়ে লিগ টেবিলের শীর্ষে থেকে কোয়ালিফায়ার-১ জায়গা করে নিয়েছে তারা। আজ বৃহস্পতিবার মুল্লানপুরে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যারা লিগ পর্ব শেষ করেছে দ্বিতীয় স্থানে।

আরও পড়ুন-পরিস্থিতি ঘোলাটে, পদত্যাগ করতে পারেন ফারুক


বিজ্ঞাপন


এই মহারণের আগে ভক্তদের চোখ এখন আবহাওয়ার দিকেই। যদিও অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার চণ্ডীগড়ে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ম্যাচ চলাকালীন তাপমাত্রা থাকবে আনুমানিক ২৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা থাকবে ৩৮-৪২ শতাংশের মধ্যে এবং বায়ুর গতিবেগ থাকবে প্রায় ২০ কিমি/ঘণ্টা।

আরও পড়ুন-যে কারণে ইয়ামালের সঙ্গে চুক্তি সইয়ের ছবি প্রকাশ করেনি বার্সেলোনা

তবে কোয়ালিফায়ার-১ জন্য কোনও রিজার্ভ ডে রাখা হয়নি। অর্থাৎ, যদি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, সেক্ষেত্রে লিগ টেবিলে শীর্ষে থাকার সুবাদে সরাসরি ফাইনালে চলে যাবে পাঞ্জাব কিংস।

আরও পড়ুন-সিঙ্গাপুর ম্যাচের প্রাথমিক স্কোয়াড ঘোষণা, হামজাসহ থাকছেন যারা


বিজ্ঞাপন


অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তখন মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচের বিজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্সের মধ্যে জয়ী দলের সঙ্গে, ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ হিসেবে।

একদিকে যেখানে পাঞ্জাব কিংস তাদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার প্লে-অফে জায়গা করে নিয়েছে। অন্যদিকে আরসিবি নিয়মিতই প্লে-অফ খেললেও এখনও পর্যন্ত অধরা রয়ে গেছে তাদের আইপিএল শিরোপা। ফলে দুই দলই নিজেদের সর্বোচ্চটা দিয়ে শিরোপার মঞ্চে উঠার লড়াইয়ে নামবে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর