সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিঙ্গাপুর ম্যাচের প্রাথমিক স্কোয়াড ঘোষণা, হামজাসহ থাকছেন যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০২৫, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

সিঙ্গাপুর ম্যাচের প্রাথমিক স্কোয়াড ঘোষণা, হামজাসহ থাকছেন যারা

আসছে ১০ জুন প্রথমবারের মত ঘরের মাঠে বাংলাদেশের ফুটবল সমর্থকদের সামনে খেলতে নামবেন হামজা চৌধুরি। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের খেলতে নামবে বাংলাদেশ দল। এর আগে অবশ্য ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের দল। 

আসন্ন এ দুই ম্যাচকে সামনে রেখে আজ প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। ঘোষিত ২৬ সদস্যের দলে হামজা চৌধুরি ছাড়াও আছেন সামিত সোম ও ফাহামিদুল ইসলাম।  


বিজ্ঞাপন


আরও পড়ুন- সেঞ্চুরি করে বড় অঙ্কের জরিমানা গুণছেন পন্ত 

আরও পড়ুন- বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ পাকিস্তানের

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়েই প্রথমবারের মত বাংলাদেশের জার্সিতে খেলতে দেখা যেতে পারে কানাডিয়ান লিগে খেলা সামিত সোমকে। এর আগে বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচে যে স্কোয়াড নিয়ে খেলেছুইল বাংলাদেশ, সেখান থেকে বাদ পড়েছেন কেবল চন্দন রায়। 

এছাড়া লম্বা সময় পর দলে ফিরেছেন সুমন রেজা। আসন্ন দুই ম্যাচকে সামনে রেখে বাফুফের ক্যাম্প শুরু হবে আগামী ৩০ মে থেকে। ক্যাম্পের শুরু থেকেই মাঠে থাকবেন ফাহামিদুল। আর হামজা ঢাকায় পা রাখবেন ২ বা ৩ জুন।


বিজ্ঞাপন


501045803_1756222745006944_1053528604671511095_n

সামিতও বাংলাদেশে আসবেন ৪ জুন। ভুটানের বিপক্ষে ম্যাচে হামজা-সামিতের খেলার সম্ভাবনা কম বলেই জানা গেছে। প্রাথমিক স্কোয়াডে গোলকিপার হিসেবে আছেন মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। 

 মিডফিল্ডে হামজা, সামিত ছাড়াও আছেন মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, শেখ মোরছালিন ও জামাল ভূঁইয়া। রক্ষণে আছেন মোহামেডানের শাকিল আহাদ, ব্রাদার্সের রহমত মিয়া, পুলিশ এফসিতে খেলা ঈসা ফয়সাল ও কিংসের তারিক কাজী–তপু বর্মণ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর