ইউরোপিয়ান ক্লাব ফুটবলে একটি ব্যাপার সচরাচরই খেয়াল করা যায়। কোনো ফুটবলারের সঙ্গে নতুন কোনো চুক্তি হলেই চুক্তি সইয়ের সময়ের ছবি প্রকাস করে ক্লাব কর্তৃপক্ষ। গতকাল দারুণ এক চুক্তি স্বাক্ষর করেছে বার্সেলোনা। লামিনে ইয়ামালের সঙ্গে লম্বা সময়ের চুক্তি করেছে কাতালান ক্লাবটি। তবে চুক্তি সইয়ের সময়কার কোনো ছবির দেখা মিলেনি।
১৭ বছর বয়সী এই বিস্ময়বালকের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত হলেও ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্স ও ক্রমবর্ধমান গুরুত্ব বিবেচনায় বার্সা বেশ কিছুদিন ধরেই নতুন চুক্তি নিয়ে কাজ করছিল।
বিজ্ঞাপন
এদিকে ইয়ামালের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষরের বিষয়টি বার্সেলোনা জানালেও, কোনো ছবির দেখা মিলেনি। ছবি না থাকার কারণটি অবশ্য পরে জানা গেছে যা বেশ মজারও বটে।
স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্ত জানিয়েছে, ইয়ামালই চুক্তি সইয়ের কোনো ছবি তুলতে নিষেধ করেছেন। কারণটি বেশ আগ্রহ জাগানিয়া। ইয়ামালের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তি তার দাদি ফাতিমা।
নতুন চুক্তি সইয়ের সময় দাদির সঙ্গেই ছবি তুলতে চেয়েছিলেন ইয়ামাল। তবে সে সময়ে ইয়ামালের দাদিকে বার্সেলোনা ক্লাবে নিয়ে আসা সম্ভব হয়নি। এ কারণেই কোনো ছবিও তোলা হয়নি। এ কারণে ছবি তোলার বিষয়টি কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, আগামী ১৩ জুলাই হয়তো এ চুক্তি সিয়ের ছবি তোলা হতে পারে।
বিজ্ঞাপন
ইয়ামাল ১৮ বছরে পা রাখবেন ১৩ জুলাই। এখনকার চুক্তিটি ২০২৩ সালের, কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী ১৮ বছরের নিচে খেলোয়াড়দের সর্বোচ্চ তিন বছরের জন্য চুক্তি করা যায়। এবার সেই সীমা পেরোনোর পরই বার্সা তাকে লম্বা মেয়াদের ‘সুপার’ চুক্তি দিতে যাচ্ছে।
লাপোর্তা আগেই জানিয়েছিলেন, ইয়ামাল পাবেন বিশেষ সুবিধা। নতুন চুক্তিতে শুধু মেয়াদই নয়, বেতনও বাড়ছে বড় অঙ্কে, যা কোচ হান্সি ফ্লিকের দলে তার গুরুত্বপূর্ণ ভূমিকার সঙ্গে মানানসই। শুধু তাই নয়, থাকছে বাড়তি ইনসেনটিভ, যেমন ম্যাচ পারফরম্যান্স, গোল, অ্যাসিস্ট, এমনকি ব্যালন ডি’অর জিতলেও মিলবে বিশেষ বোনাস!

