বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে সফল দল ব্রাজিল। এ টুর্নামেন্টে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা। তবে হলুদ জার্সিধারীরা সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। এরপর প্রায় দুই যুগ কেটে গেলেও বিশ্বসেরার স্বীকৃতি আদায় করে নিতে পারেনি দলটি।
সবশেষ কোনো বিশ্বকাপেই তেমন দাপুটে পারফর্ম্যান্স দেখাতে পারেনি ব্রাজিল। এমনকি ২০২২ সালের কাতার বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যায় সেলেসাওরা। এরপর থেকেই বাজে সময় কাটাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন-লাস্যময়ী অভিনেত্রীর ছবিতে ‘লাভ রিয়্যাক্ট’ দিয়ে বিপাকে কোহলি
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে আছে ব্রাজিল। এদিকে ক্তার বিশ্বকাপের পর থেকেই কোচ নিয়ে সংকটে ছিল সেলেসাওরা। বেশ কয়েকবার কোচ পরিবর্তনের পর অবশেষে কাঙ্ক্ষিত ব্যক্তিকে কোচ নিয়োগ দিতে পেরেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন।
গতকাল (২৬ মে) ব্রাজিলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন কার্লো আনচেলত্তি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অন্যতম সফল এই কোচ এবার সেলেসাওদের দায়িত্ব নিয়েছেন। আর নেইমার জুনিয়রদের কোচ হয়েই দলটিকে হেক্সা জেতানোর প্রত্যয়ের কথা জানিয়েছেন আনচেলত্তি।
বিজ্ঞাপন
নিজের প্রথম সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, 'আমার সামনে অনেক বড় দায়িত্ব। আমি আনন্দিত, চ্যালেঞ্জটা বিশাল। এই দলের সঙ্গে আমার সব সময়ই একটি বিশেষ সম্পর্ক ছিল।'
ব্রাজিলকে আবার বিশ্বকাপ জেতানোর কথা বলে তিনি বলেন, 'ব্রাজিলকে আবারও চ্যাম্পিয়ন করার জন্য আমরা সবাই মিলে কাজ করব। বিশ্বের সেরা দলকে নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত ও গর্বিত।'

