আইপিএলের এবারের মৌসুমের লিগ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আজ। এ ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এ ম্যাচ জিতলে আরসিবির সামনে সুযোগ আছে পয়েন্ট টেবিলের ১ নম্বরে থেকে প্লে-অফে জায়গা করে নেওয়ার।
এদিকে লক্ষ্ণৌয়ের বিপক্ষে এই ম্যাচ দিয়েই নতুন রেকর্ডের অপেক্ষায় বিরাট কোহলি। টুর্নামেন্টের এবারের আসরেও বেশ ফর্মে আছেন কোহলি। এবারের আসরে ১২ ম্যাচ খেলে ৫৪৮ রান করেছেন কোহলি। তার নামের পাশে আছে ৭টি ফিফটি।
বিজ্ঞাপন
আরও পড়ুন-লাস্যময়ী অভিনেত্রীর ছবিতে ‘লাভ রিয়্যাক্ট’ দিয়ে বিপাকে কোহলি
আজ লক্ষ্ণৌয়ের বিপক্ষে কোহলির সামনে সুযোগ আছে টুর্নামেন্টের এবারের আসরের অষ্টম ফিফটি করার। আর তা করতে পারলেই দারুণ এক রেকর্ডে নাম লেখাবেন তিনি। আইপিএলের সর্বোচ্চ ফিফটির তালিকায় যৌথভাবে শীর্ষে ডেভিড ওয়ার্নার ও কোহলি। দুজনেরই রয়েছে ৬২টি করে ফিফটি।
আরও পড়ুন- কোন ৩ বোলারের বল খেলা বেশি কঠিন, জানালেন কোহলি
তবে আজ ফিফটি করতে পারলেই ওয়ার্নারকে টপকে সবচেয়ে বেশি পঞ্চাশ করার রেকর্ডে নাম লেখাবেন কোহলি।
বিজ্ঞাপন
শুধু তাই নয়, কোহলির সামনে রয়েছে আরও একটি রেকর্ডের হাতছানি। আরসিবির হয়ে আইপিএলে কোহলি মোট রান করেছেন ৮৯৭৬। আজ আর ২৪ রান করলেই ফ্র্যাঞ্চাইজির হয়ে তার মোট রান হবে ৯ হাজার। আরসিবির ইতহাসে প্রথম ব্যাটার হিসেবে ৯ হাজার রানের মাইলফলক ছোঁয়ার রেকর্ড গড়বেন ভারতীয় এই তারকা ব্যাটার।

