ক্রিকেট মানেই চমক, কিন্তু এমন চমক কজন দেখেছে! এক দলের পুরো ব্যাটিং লাইনআপ মাত্র ২ রানে গুটিয়ে গেছে! ৪২৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫.৪ ওভারেই অলআউট, আর তাতে ৪২৪ রানে লজ্জার হার। ৮ জন ব্যাটসম্যান কোনো রানই করতে পারেননি, মাত্র দুই ব্যাটার এক রান করে তুলেছেন। ক্রিকেট ইতিহাসে এটিই সর্বনিম্ন দলীয় স্কোর। প্রথম শ্রেণির ক্রিকেটে এতদিন পর্যন্ত সর্বনিম্ন ছিল ৬ রান, যা রেকর্ড হয়েছিল ১৮১০ সালে। আধুনিক ক্রিকেটে এমন দৃশ্য এক কথায় অবিশ্বাস্য!
ম্যাচটি হয়েছিল ২৪ মে, মিডলসেক্স কাউন্টি ক্রিকেট লিগে নর্থ লন্ডন সিসি ও রিচমন্ড সিসির মধ্যে। মিডলসেক্স কাউন্টি ক্রিকেট লিগের তৃতীয় স্তরের ডিভিশন ওয়ানের এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নর্থ লন্ডন সিসি ঝড় তোলে। ৪৫ ওভারে ৬ উইকেটে ৪২৬ রানের পাহাড় গড়ে দলটি। ড্যান সিমন্স একাই খেলেছেন ১৪০ রানের দুর্দান্ত ইনিংস, পাশে ছিলেন জ্যাক লেভিথ (৪৩) ও নাবিল আব্রাহামস (৪২)।
বিজ্ঞাপন
আরও পড়ুন- পিএসএল জিতে কত টাকা পেলেন সাকিব-রিশাদ-মিরাজরা
আরও পড়ুন- আইপিএলের চিয়ারলিডাররা এক ম্যাচে কত টাকা আয় করেন?
৪২৬ রানের টার্গেট তাড়া করতে নেমে রিচমন্ড সিসির ইনিংস একেবারেই ভেঙে পড়ে। কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি তারা, ৩৪ বলেই খেলা শেষ! একের পর এক উইকেট পড়তে থাকে, ৮ ব্যাটসম্যান শূন্য রানে আউট, বাকিরা এক রান করে। শেষমেশ মাত্র ২ রানে অলআউট, নর্থ লন্ডনের কাছে ৪২৪ রানের বিশাল পরাজয়।
ক্রিকেট ইতিহাসে এত কম রান দেখা যায়নি দুই শতকেরও বেশি সময় ধরে। ১৮১০ সালে লর্ডসে ‘দ্য বিস’ নামের একটি দল ৬ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে, সেটিই ছিল রেকর্ড। ১৮৭৭ সালের ২৪ মে, অক্সফোর্ড ইউনিভার্সিটিও ১২ রানে গুটিয়ে গিয়েছিল মেরিলেবোন ক্রিকেট ক্লাবের বিপক্ষে, যেখানে এডওয়ার্ড ওয়েলিংটনের ৭ রান ছিল সর্বোচ্চ। ওই ম্যাচে ফ্রেড মোরেল ৭ উইকেট নিয়ে ম্যাচ জিতিয়েছিলেন এমসিসিকে।
বিজ্ঞাপন
আরও পড়ুন-পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ, ডাক পেলেন যিনি
আরও পড়ুন- মায়ের জন্য ক্যানসার হাসপাতাল গড়ার স্বপ্ন থেকে বিশ্বকাপ জয় ইমরান খানের
শুধু ক্লাব বা লিগ নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও কিছু লজ্জার রেকর্ড আছে। টেস্টে সবচেয়ে কম ইনিংস স্কোর নিউজিল্যান্ডের, ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২৬ রান। ওয়ানডেতে সবচেয়ে কম রানে অলআউট জিম্বাবুয়ে, ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৩৫ রানে। আর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম রান আইভরি কোস্টের, ২০২৪ সালে নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রান।
এমন ম্যাচ যে কোনো ক্রিকেটপ্রেমীর চোখ কপালে তুলবে! মিডলসেক্স লিগে রেকর্ডবুকে নাম লেখাল রিচমন্ড সিসি—তবে সেই নাম ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক অধ্যায়ে! এখন দেখার বিষয়, তারা কীভাবে ঘুরে দাঁড়ায়।

