সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ধোনিকে নিয়ে তর্কে জড়ালেন সাবেক চার ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০২৫, ০৮:১৮ পিএম

শেয়ার করুন:

ধোনিকে নিয়ে তর্কে জড়ালেন সাবেক চার ক্রিকেটার

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস  নিজেদের শেষ ম্যাচটি খেলেছে গতকাল। চেন্নাই যখন গুজরাটের বিপক্ষে মাঠে নামছিল তখন মাঠের বাইরেই তুমুল আলোচনা এমএস ধোনির ভবিষ্যৎ নিয়ে। প্রাক-ম্যাচ শো-তে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না, সঞ্জয় বাঙ্গার, আরপি সিং এবং আকাশ চোপড়ারা ধোনির অবসর নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। রায়না ও আরপি ধোনির পক্ষে অবস্থান নেন, অন্যদিকে চোপড়া ও বাঙ্গার বলেন, সময় হয়েছে ধোনির জুতোজোড়া তুলে রাখার।

তবে সাধারণ আলোচনা খুব দ্রুতই উত্তপ্ত বিতর্কে রূপ নেয়, দুই পক্ষই নিজেদের মতামত জোরালোভাবে তুলে ধরেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন- পিএসএল জিতে কত টাকা পেলেন সাকিব-রিশাদ-মিরাজরা

আরও পড়ুন- আইপিএলের চিয়ারলিডাররা এক ম্যাচে কত টাকা আয় করেন?

এবারের মৌসুমে দেখা গেছে, ধোনি অনেক সময় ব্যাট করতে নেমেছেন ৭ বা ৮ নম্বরে, এমনকি তার আগে ব্যাটিং করতে দেখা গেছে রবিচন্দ্রন অশ্বিন বা রবীন্দ্র জাদেজাকে। রায়না ও আরপি সিং বলছেন, ধোনি ইচ্ছে করে অন্যদের সুযোগ করে দিতে পেছনে সরে যাচ্ছেন। কিন্তু চোপড়া ও বাঙ্গার প্রশ্ন তুলেছেন, ধোনি আসলে কি আর আগের মতো ফিট?

কে কী বললেন?
আকাশ চোপড়া: “ধোনি যদি আনক্যাপড ভারতীয় খেলোয়াড় হতেন, তাহলে কি তিনি এ বছর সিএসকের স্কোয়াডে থাকতেন?”


বিজ্ঞাপন


সুরেশ রায়না: “অবশ্যই থাকতেন। ও ১৮ বছর ধরে দলের সাথে আছে। এখনো ও-ই সবচেয়ে বেশি ছক্কা মারে।”

আরও পড়ুন-পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ, ডাক পেলেন যিনি

আরও পড়ুন- মায়ের জন্য ক্যানসার হাসপাতাল গড়ার স্বপ্ন থেকে বিশ্বকাপ জয় ইমরান খানের

আকাশ চোপড়া: “তাহলে সে কেন ৭, ৮, ৯ নম্বরে ব্যাট করতে নামছে? টপ অর্ডারেই তো সমস্যা, ও কি উপরে ব্যাটিং করা উচিত নয়? ওর অনীহা কেন? ও আসলেই ফিট কি না?”

সুরেশ রায়না: “ও নিজেই মনে করে শেষ চার ওভারের জন্য ও বেশি উপযোগী। ৪৪ বছর বয়সে কিপিং করছে, নিশ্চয়ই ফিট। ও এক সাক্ষাৎকারে বলেছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন দল তৈরি হচ্ছে, তাই শিভম দুবের মতো ক্রিকেটারদের বেশি সুযোগ দিতে চাইছে।” 

আরপি সিং: “হাঁটুর সার্জারির পর যে কারও একটু সময় লাগে। ২০ বছর ধরে কিপিং করছে, নিজেকে সামলাতে জানে। রায়নারও হাঁটুর অপারেশন হয়েছিল, সেও সময় নিয়েছে, ধীরে ধীরে ফিরে এসেছে।”

আলোচনায় সঞ্জয় বাঙ্গারও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলেছিলেন। তিনি বলেন, ধোনির উপস্থিতি দলের মধ্যে রুতুরাজ গায়কওয়াড ও রবীন্দ্র জাদেজার মতোদের নেতৃস্থানীয় ভূমিকা নিতে বাধা দিচ্ছে। নতুন নেতৃত্ব তৈরি হওয়ার পথ কি আসলে ধোনির কারণে আটকে যাচ্ছে? এ নিয়েও বেশ কিছু প্রশ্ন উঠেছে আলোচনা টেবিলে।

আরও পড়ুন- আইপিএলে আর খেলবেন কি না, জানালেন ধোনি
আরও পড়ুন- অবিশ্বাস্য জয়ে পিএসএল চ্যাম্পিয়ন সাকিব-রিশাদের লাহোর

এদিকে তাঁকে নিয়ে যখন এমন বিতর্ক তখন অবসর নিয়ে গতকাল ম্যাচের পর ধোনি রেখেছেন ধোয়াশা। তিনি বলেন, ‘সবই নির্ভর করছে কিছু বিষয়ে। আমি বরাবরই বলি, আমার হাতে চার-পাঁচ মাস সময় আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য, কোনো তাড়াহুড়ো নেই। এখন তো প্রতিবারই ১৫% বেশি পরিশ্রম করতে হয় ফিট থাকার জন্য, এটা ভুলে গেলে চলবে না যে এটা পেশাদার ক্রিকেট, এখানে সেরা পারফরম্যান্স দিতে হয়। আর শুধুমাত্র পারফরম্যান্সের ওপর নির্ভর করে যদি ক্রিকেটাররা অবসর নিতে শুরু করে, তাহলে অনেকে ২২ বছরেই অবসর নিত।’

৪৪ বছরে পা রাখা ধোনি বলেন, ‘দেখতে হবে আমার মধ্যে খেলার ক্ষুধা কতটা আছে, ফিটনেস কতটা আছে, আর দল আমাকে চাইছে কি না, দলে কতটা অবদান রাখতে পারব। হাতে যথেষ্ট সময় আছে। অনেক দিন বাড়ি যাইনি, রাঁচি ফিরে কিছুদিন বাইক রাইড করব, কয়েক মাস সময় নেব, তারপর ভাববো।’

ধোনির ভবিষ্যৎ নিয়ে বিতর্ক আপাতত থামার কোনো নাম নিচ্ছে না। সিএসকের মাঠের পারফরম্যান্সের পাশাপাশি, মাঠের বাইরের এই আলোচনা দল ও ভক্তদের জন্যও বড় একটি ধোঁয়াশা তৈরি করেছে। এবার দেখার বিষয়, ‘ক্যাপ্টেন কুল’ কী সিদ্ধান্ত নেন নিজের ক্যারিয়ার নিয়ে!

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর