জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন তাদের নতুন কোচ হিসেবে ঘোষণা করেছে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার এরিক টেন হাগের নাম। তিনি আসছেন স্প্যানিশ কোচ জাবি আলোনসোর স্থলাভিষিক্ত হয়ে, যিনি লেভারকুজেন ছেড়ে যাচ্ছেন রিয়াল মাদ্রিদে যোগ দিতে। টেন হাগের জন্য এটি নতুন চ্যালেঞ্জ, কারণ গত অক্টোবরে ম্যানইউ থেকে বরখাস্ত হওয়ার পর এটাই তার প্রথম দায়িত্ব। টেন হাগ বরখাস্ত হওয়ার সময় লিগে ম্যানইউ ছিল ১৪তম অবস্থানে, ৯ ম্যাচে কেবল ১১ পয়েন্ট অর্জন করেছিল দলটি। জার্মানির ক্লাবটির সঙ্গে টেন হাগ দুই বছরের চুক্তি করেছেন।
ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন কোচ হিসেবে পরিচিত টেন হাগ শেষ পর্যন্ত নতুন ঠিকানা পেয়ে গেলেন লেভারকুজেনে। ২০২৪ সালের অক্টোবর মাসে ওল্ড ট্রাফোর্ড থেকে বিদায় নেওয়ার পর এই প্রথম তিনি কোনো দলের দায়িত্ব নিচ্ছেন। বিদায়ের সময় ম্যানইউ মৌসুমের প্রথম ৯ ম্যাচ থেকে মাত্র ১১ পয়েন্ট পেয়েছিল।
বিজ্ঞাপন
| আরও পড়ুন- |
প্রীতি জিনতার দুঃখ মোচন করতে পারেন কেবল রিশাদই!
পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ, ডাক পেলেন যিনি
টেন হাগ ইউনাইটেডের হয়ে এফএ কাপ ও ইএফএল কাপ জিতেছিলেন। তবে দলটির লিগে বাজে শুরু (১৯৮৯-৯০ মৌসুমের পর সবচেয়ে খারাপ) তার চাকরি হারানোর অন্যতম কারণ হয়। তাকে মৌসুমের মাঝপথে সরিয়ে আনা হয়েছিল রুবেন আমোরিমকে।
বিজ্ঞাপন
| আরও পড়ুন- |
ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপে
পিএসএল জিতে কত টাকা পেলেন সাকিব-রিশাদ-মিরাজরা
ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে টেন হাগ বলেন, “বায়ার লেভারকুজেন শুধু জার্মানির সেরা ক্লাবগুলোর একটি নয়, ইউরোপেও শীর্ষ পর্যায়ের ক্লাব। ক্লাবটির পরিবেশ ও সুযোগ-সুবিধা দারুণ, ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় আমি খুবই মুগ্ধ।” তিনি আরও যোগ করেন, “আমি এখানে এসেছি সাম্প্রতিক বছরগুলোয় ক্লাব যেভাবে উচ্চাকাঙ্ক্ষা দেখিয়েছে তা চালিয়ে নিতে। এটা আমার জন্য এক দারুণ চ্যালেঞ্জ, পরিবর্তনের এই সময়ে একসঙ্গে কিছু গড়ে তোলা এবং উচ্চাভিলাষী এক দল গড়ে তোলাই আমার লক্ষ্য।”
| আরও পড়ুন- |
| মুস্তাফিজকে দলে নেওয়ায় আইপিএল বয়কটের দাবি! |
| ম্যাক্সওয়েলের খারাপ ফর্মের পেছনে দায়ী প্রীতি জিনতার অমতে বিয়ে! |
টেন হাগ জার্মান ফুটবলে নতুন মুখ নন। ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত তিনি বায়ার্ন মিউনিখের দ্বিতীয় দলের কোচ ছিলেন। সেই সময় তিনি রিজিওনাল লীগ শিরোপা জিতেছিলেন। পরে নিজ দেশে ফিরে তিনি দায়িত্ব নেন এফসি উট্রেখটের। এরপর ২০১৭ সালের ডিসেম্বরে তিনি মার্সেল কেইজারের স্থলাভিষিক্ত হয়ে আয়াক্সের কোচ হন। আমস্টারডামে থাকাকালীন তিনি তিনবার এরেডিভিজি শিরোপা এবং তার অধীনে একবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠেছিল আয়াক্স।
| আরও পড়ুন- |
পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ, ডাক পেলেন যিনি
অবিশ্বাস্য জয়ে পিএসএল চ্যাম্পিয়ন সাকিব-রিশাদের লাহোর
টেন হাগের আগমন লেভারকুজেনে ঘটছে এক ঐতিহাসিক সময়ে। স্প্যানিশ কোচ জাবি আলোনসো ক্লাবটি ছেড়ে যাচ্ছেন নিজের সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে। আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন।

