আন্তর্জাতিক ক্রিকেটকে আরও অনেক আগেই বিদায় জানালেও মহেন্দ্র সিং ধোনি এখনো খেলে যাচ্ছেন আইপিএলে। যদিও ফিটনেস বা পারফর্ম্যান্স আর আগের মতো নেই, তবুও আইপিএলে ধোনি আর কদিন খেলবেন তা জানে না কেউই। তবে ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে সাবেক এই ভারত অধিনায়কের সময় শেষ হয়ে এসেছে, এমনটাই মনে করছেন দেশটির সাবেক ওপেনার কৃষ্ণমাচারী শ্রীকান্ত। তাঁর মতে, এখনই ধোনির উচিত সম্মানের সঙ্গে বিদায় নেওয়া। বয়স, ফিটনেস আর মাঠে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় স্পষ্টভাবে প্রভাব পড়েছে বলে মনে করছেন এই সাবেক ক্রিকেটার।
চলতি আইপিএল মৌসুমের মাঝপথে রুতুরাজ গায়কোয়াডের চোটের পর ধোনি আবারও চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অধিনায়কত্বের দায়িত্ব নেন। কিন্তু তাতেও লাভ হয়নি। টানা দ্বিতীয় মৌসুমে প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছে সিএসকে। কিছু ম্যাচে ধোনির শরীরী ভাষা দেখে মনে হয়েছে তিনিও বুঝে উঠতে পারছেন না কী করা উচিত।
বিজ্ঞাপন
| আরও পড়ুন- |
|
গ্লোবাল সুপার লিগের সূচি প্রকাশ, এক নজরে দেখে নিন রংপুরের ম্যাচ |
|
সিঙ্গাপুরের বিপক্ষে হামজাদের ম্যাচের টিকিট মূল্য প্রকাশ, মিলবে অনলাইনে |
নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেন, "ধোনির বয়স এখন অনেক বেশি, তাই তাঁর কাছ থেকে আগের মতো কিছু আশা করা ঠিক না। কিন্তু আপনি যদি পারছেন না, তাহলে সেটা মেনে নিয়ে সরে দাঁড়ানো উচিত। সেটা ধোনিকেই সিদ্ধান্ত নিতে হবে। তিনি খেলবেন কি খেলবেন না, খেললে কোন ভূমিকায়, অধিনায়ক, কিপার না ফিনিশার?"
শ্রীকান্ত আরও বলেন, "ওর রিফ্লেক্স আগের মতো নেই। হাঁটু হয়তো আগের মতো সাড়া দিচ্ছে না। ফিটনেস, রিফ্লেক্স সবই কমে গেছে। এর ওপর ওপেনাররাও পারফর্ম করছে না।"
"সমস্যাটা হলো, ধোনি নিজের আগের পারফরম্যান্সও ধরে রাখতে পারছে না। স্পিনারদের বিপক্ষে তো ও একসময় স্ট্যান্ডের দশ নম্বর সারিতে ছক্কা মারতো, এখন স্পিনারদের সামলাতেই হিমশিম খাচ্ছে। ও স্পষ্টভাবে সংগ্রাম করছে।"
বিজ্ঞাপন
গত মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে হেরে বসে চেন্নাই। আর এ হারের পরেই প্রায় নিশ্চিত হয়ে গেছে যে এবার লিগ টেবিলের একেবারে নিচে থেকেই শেষ করবে সিএসকে।
তবে ম্যাচে একটা বড় মাইলফলক স্পর্শ করেছেন ধোনি। টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি এখন ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে ৩৫০ ছক্কার ক্লাবে ঢুকেছেন। এই তালিকায় তার আগে রয়েছেন রোহিত শর্মা (৫৪২), বিরাট কোহলি (৪৩৪) ও সূর্যকুমার যাদব (৩৬৮)।
অবশ্য পুরো বিশ্ব ক্রিকেটের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কার মালিক ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, যার ছক্কার সংখ্যা ১,০৫৬!
মঙ্গলবারের ম্যাচে ধোনির ইনিংস শেষ হয় প্রথম ইনিংসের শেষ বলের এক বল আগে। একটি ফুলটস বল প্যাডেল করে মারেন তিনি, কিন্তু শর্ট ফাইন লেগে দাঁড়ানো তুষার দেশপান্ডে চোখ ধাঁধানো রিফ্লেক্সে ক্যাচটি লুফে নেন। টিভি কমেন্টেটররা যখন দেশপান্ডের সেই ক্যাচ নিয়ে আলোচনা করছিলেন, ধোনি তখন হতাশ মুখে ড্রেসিংরুমে ফিরছিলেন ১৭ বলে ১৬ রান করে।

