সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হঠাৎ রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা তারকা ফুটবলারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৫, ০৮:৩৫ পিএম

শেয়ার করুন:

হঠাৎ রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা তারকা ফুটবলারের

চলতি মৌসুমটা শিরোপা জেতা ছাড়াই শেষ হচ্ছে রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রে- কোনো প্রতিযোগীতায়ই চ্যাম্পিয়ন হতে পারেনি লস ব্লাঙ্কোসরা। ফলে কার্লো আনচেলত্তিকে দায়িত্ব ছাড়তে হচ্ছে। নতুন কোচ হিসেবে আসছেন জাবি আলোনসো। এদিকে আলোনসো দায়িত্ব নেওয়ার আগেই ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন রিয়ালের তারকা ফুটবলার। 

আলোনসো রিয়ালে পাবেন তরুণ একদল ফুটবলার যাদের নিয়ে আবার ইউরোপিয়ান প্রতিযোগীতায় লস ব্লাঙ্কোসদের শীর্ষে নিয়ে যাওয়ার মিশনে নামবেন তিনি। তবে আলোনসোর তারুণ্যে ভরা রিয়াল দলেও লুকা মদরিচ থাকবেন এমনটাই জানা গিয়েছিল স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে। ক্রোয়েশিয়ান এই তারকা রিয়ালে আরও এক মৌসুম থাকবেন, এমনটাই ধারণা করা হচ্ছিল। 


বিজ্ঞাপন


আরও পড়ুন-

ভারতকে আবারও উড়িয়ে দিয়েও দুঃসংবাদ পাকিস্তানের

‘ভারতকে কখনও হালকাভাবে নেবেন না’

গ্লোবাল সুপার লিগের সূচি প্রকাশ, এক নজরে দেখে নিন রংপুরের ম্যাচ

সাঈদ আনোয়ারের ভারত দহন

সিঙ্গাপুরের বিপক্ষে হামজাদের ম্যাচের টিকিট মূল্য প্রকাশ, মিলবে অনলাইনে

তবে হঠাত করেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন মদরিচ। আজ এক বিবৃতিতে মদরিচ ও রিয়াল নিশ্চিত করেছে যে, চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন এই তারকা ফুটবলার। 

আগামী শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার শেষ ম্যাচে বার্নাব্যুতে শেষবার মাঠে নামবেন তিনি।

তবে রিয়াল ক্লাব ছাড়লেও ক্লাব বিশ্বকাপে খেলবেন মদরিচ। ক্লাব বিশ্বকাপ অভিযানের পর আর রিয়ালের জার্সিতে দেখা যাবে না মদরিচকে। রিয়াল মাদ্রিদের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, "রিয়াল মাদ্রিদ সিএফ এবং আমাদের অধিনায়ক লুকা মদরিচ সিদ্ধান্ত নিয়েছেন, ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ার পর এই অবিস্মরণীয় অধ্যায়ের সমাপ্তি টানবেন তিনি। ক্লাব বিশ্বকাপটি ১৮ জুন থেকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।"


বিজ্ঞাপন


GrjwqKnW4AAsYR7

রিয়ালের বিবৃতিতে আরও বলা হয়েছে, "ক্লাব এবং বিশ্ব ফুটবলের এক কিংবদন্তির প্রতি রিয়াল মাদ্রিদ কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছে। ২০১২ সালে ক্লাবে যোগ দেওয়ার পর মদরিচ ছিলেন রিয়ালের ইতিহাসের অন্যতম সেরা এক সময়ের অপরিহার্য অংশ।"

"এই ১৩ মৌসুমে রিয়ালের জার্সিতে মডরিচ জিতেছেন মোট ২৮টি শিরোপা- ৬টি চ্যাম্পিয়নস লিগ, ৬টি ক্লাব বিশ্বকাপ, ৫টি উয়েফা সুপার কাপ, ৪টি লা লিগা, ২টি কোপা দেল রে, ৫টি স্প্যানিশ সুপার কাপ।"

৩৯ বছর বয়সী এই মিডফিল্ডার ২০১৮ সালে জিতেছিলেন ব্যালন ডি’অর, ভেঙেছিলেন মেসি-রোনালদোর দীর্ঘ আধিপত্য। রিয়ালের হয়ে ক্লাব ইতিহাসের অন্যতম সফল ও প্রভাবশালী ফুটবলার হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন তিনি।

আসছে জুনে ক্লাব বিশ্বকাপে শেষবার রিয়ালের হয়ে মাঠে নামবেন মডরিচ। এরপরই শেষ হবে এক যুগেরও বেশি সময়ের এই কিংবদন্তি সম্পর্ক। মদরিচ রিয়াল মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত ৫৯০টি ম্যাচ খেলেছেন, যেখানে করেছেন ৪৩টি গোল। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর