সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইপিএলের ধোঁকাবাজ একাদশের অধিনায়ক পন্ত, আছেন শামি-ম্যাক্সওয়েলও

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০২৫, ০৫:৫৮ পিএম

শেয়ার করুন:

আইপিএলের ধোঁকাবাজ একাদশের অধিনায়ক পন্ত, আছেন শামি-ম্যাক্সওয়েলও

আইপিএল ২০২৫ এখন প্রায় শেষ ধাপে। প্লে-অফের কোন কোন দল জায়গা করে নিচ্ছে, তা এখন প্রায় স্পষ্ট। চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস ইতোমধ্যে শেষ চারের দৌড় থেকে ছিটকে পড়েছে। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটানস প্লে-অফে উঠার দৌড়ে সবচেয়ে ভালো অবস্থানে আছে।

মার্চে টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকেই অনেক খেলোয়াড় প্রত্যাশার চেয়ে ভালো পারফরম্যান্স করেছেন। আবার অনেকে নিজের নামের প্রতি সুবিচারই করতে পারেননি।


বিজ্ঞাপন


বিশেষ করে রিশব পন্ত, ঈশান কিশান, রবিচন্দ্রন আশ্বিন, মোহাম্মদ শামি, ভেঙ্কটেশ আইয়ারদের মতো খেলোয়াড়দের দলে আনা হয়েছিল বড় অঙ্কের অর্থ খরচ করে। সবাই ভেবেছিলেন দলকে টানবেন তারা, কিন্তু বাস্তবে তাঁরা নিজেদের দামটা পর্যন্ত তুলে দিতে পারেননি।

আরও পড়ুন-আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডারের মৃত্যু 

এমন পারফরম্যান্স নিয়ে মজা করতেই পরিচিত আইসল্যান্ড ক্রিকেট। যারা সবসময়ই ব্যতিক্রমী ও মজার সব পোস্ট দিয়ে আলোচনায় থাকে। এবার তারা আইপিএল ২০২৫-এর সবচেয়ে বাজে পারফরমারদের নিয়ে তৈরি করে ফেলেছে এক ‘প্রতারক একাদশ’!

আরও পড়ুন-জমে উঠেছে আইপিএলের পয়েন্ট টেবিল, প্লে-অফের দৌড়ে ৭ দল


বিজ্ঞাপন


 

তাদের এক পোস্টে লেখা হয়: “রেইকিয়াভিকে বৃষ্টির দিনে আমরা হাজির করছি আইপিএল ২০২৫-এর প্রতারক ও ধোঁকাবাজদের দল। সেই একাদশে আছে আইপিএলের এবারের সরে অফ ফর্মে থাকা ক্রিকেটাররা। আর এই একাদশের অধিনায়ক করা হয়েছে ২৭ কোটি রুপির পন্ত। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসেরও অধিনায়ক তিনি।
 

ধোকাবাজদের একাদশঃ
রাহুল ত্রিপাঠি, রাচিন রবীন্দ্র, ঈশান কিশান, রিশব পন্ত (অধিনায়ক ও উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, গ্লেন ম্যাক্সওয়েল, লিয়াম লিভিংস্টোন, দীপক হুদা, রবিচন্দ্রন আশ্বিন, মাথিশা পাথিরানা, মোহাম্মদ শামি।

কোনো ইম্প্যাক্ট ছাড়াঃ মুকেশ কুমার

আইপিএলের এবারের আসরে সবচেয়ে হতাশাজনক পারফরম্যান্স করেছেন পন্ত। আইপিএল ২০২৫-এর মেগা নিলামে তাঁকে লখনৌ সুপার জায়ান্টস কিনেছিল ২৭ কোটি রুপিতে। কিন্তু এত টাকা খরচ করে কেনা হলেও এখন পর্যন্ত একটিও ম্যাচ-জেতানো ইনিংস খেলতে পারেননি পন্ত। তার গড় মাত্র ১২-এর একটু বেশি। এমন বাজে পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই ট্রোলের শিকার হয়েছেন তিনি।

শুধু পন্তই নন, এই তালিকায় রয়েছেন রাহুল ত্রিপাঠি, রাচিন রবীন্দ্র, ঈশান কিশান, আইয়ার, গ্লেন ম্যাক্সওয়েল, রবিচন্দ্রন আশ্বিন, মোহাম্মদ শামির মতো তারকারাও, যাদের থেকে অনেক বেশি প্রত্যাশা ছিল, কিন্তু কেউই তেমন কিছু করে দেখাতে পারেননি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর