চিরবিদায় নিলেন আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য, কিংবদন্তি ডিফেন্ডার লুইস গালভান। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভা শহরের একটি হাসপাতালে কয়েক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরও পড়ুন-জমে উঠেছে আইপিএলের পয়েন্ট টেবিল, প্লে-অফের দৌড়ে ৭ দল
বিজ্ঞাপন
তার মৃত্যুতে শোক জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)। এক বিবৃতিতে বলা হয়, লুইস গালভান ছিলেন আমাদের ফুটবল ইতিহাসের একটি গর্বের নাম। তিনি শুধু একজন দুর্দান্ত খেলোয়াড়ই নন, ছিলেন একজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বও। তার অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।
আরও পড়ুন- সাকিব-শিশিরের বিচ্ছেদের গুঞ্জন! যা জানা গেল
১৯৪৮ সালের ২৪ ফেব্রুয়ারি কর্দোভায় জন্ম নেওয়া গালভান দীর্ঘ ১৭ বছরের পেশাদার ক্যারিয়ারে মূলত আর্জেন্টিনার ঘরোয়া লিগেই খেলেছেন। সবচেয়ে সফল সময়টি কেটেছে তৎকালীন বিখ্যাত ক্লাব তালেয়ারেসে। ক্যারিয়ারের শেষদিকে কিছুদিন বলিভিয়ার একটি ক্লাবেও খেলেছেন তিনি।
বিজ্ঞাপন
জাতীয় দলের জার্সি গায়ে গালভান প্রথম মাঠে নামেন ১৯৭৫ সালে প্যান আমেরিকান গেমসে। তবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন ১৯৭৮ সালের বিশ্বকাপে। সেই বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচে সেন্টার ব্যাক হিসেবে খেলেছিলেন তিনি। অধিনায়ক দানিয়েল পাসারেলার সঙ্গে গড়ে তুলেছিলেন দুর্ভেদ্য ডিফেন্স। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পেছনে এই রক্ষণভাগের ভূমিকা ছিল অপরিসীম।
পরে ১৯৮২ বিশ্বকাপেও আর্জেন্টিনা দলে ছিলেন গালভান। তবে সেই আসরে দল প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়। এরপর ১৯৮৩ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি এবং ১৯৮৭ সালে পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন।

