শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জমে উঠেছে আইপিএলের পয়েন্ট টেবিল, প্লে-অফের দৌড়ে ৭ দল 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০২৫, ০১:২০ পিএম

শেয়ার করুন:

ipl play off 2025 7 teams

আইপিএলের ১৮তম আসরের শেষ দৃশ্যে শুরু হয়েছে জমজমাট লড়াই। গ্রুপ পর্বের শেষ দিকে এসে নাটকীয় মোড় নিয়েছে পয়েন্ট টেবিলের লড়াই। ইতোমধ্যেই বিদায় নিয়েছে দুই সাবেক চ্যাম্পিয়ন, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। বাকি আট দলের মধ্যে এখন চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কারা যাবে শেষ চারে তা নিয়ে চলছে শেষের যুদ্ধ। 

পয়েন্ট টেবিলের সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বেঙ্গালুরু। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে। বাকি তিন ম্যাচ লখনউ, হায়দরাবাদ ও কলকাতার বিপক্ষে। প্লে-অফ নিশ্চিত করতে দুটি জয়ই যথেষ্ট, তবে একটি জয়ে অন্যদের ফলাফল অনুকূলে থাকলেও প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত হতে পারে  তাদের।


বিজ্ঞাপন


মুম্বাই ইন্ডিয়ান্স এখন অপ্রতিরোধ্য। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট ও সেরা রানরেট (১.১২৪)। শেষ ছয় ম্যাচে অপরাজিত থেকে তারা ফিরে পেয়েছে পুরনো জৌলুসে। সামনে গুজরাট, পাঞ্জাব ও দিল্লির বিপক্ষে ম্যাচ। মুম্বাইয়ের তিন ম্যাচের দুটিতে জিতলে প্লে অফে জায়গা নিশ্চিত তাদের। 

গুজরাটও শক্ত প্রতিদ্বন্দ্বী। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট আর ইতিবাচক রানরেট নিয়ে তারা চোখ রাখছে শীর্ষ দুইয়ের দিকে। শেষ চারটি ম্যাচে তাদের প্রতিপক্ষ মুম্বাই, দিল্লি, লখনউ ও চেন্নাই। যেখানে দুটি খেলা তারা খেলবে নিজেদের মাঠে।

পাঞ্জাব, দিল্লি ও লখনউ এখন দাঁড়িয়ে টেবিলের মাঝপথে। পাঞ্জাবের ১০ ম্যাচে ১৩ পয়েন্ট, দিল্লির ১২ পয়েন্ট, আর লখনউয়ের ১০ পয়েন্ট। তিনটি দলের জন্যই সামনে থাকা ম্যাচগুলো যেন "ডু অর ডাই" পরিস্থিতি। ম্যাচের ভুল তাদের সরিয়ে দিতে পারে শিরোপার দৌড় থেকে।

কলকাতার সম্ভাবনা ক্ষীণ হলেও একেবারে শেষ হয়ে যায়নি। তাদের ১০ ম্যাচে ৯ পয়েন্ট, তবে বাকি চার ম্যাচে সব জিতলেও নির্ভর করতে হবে ভাগ্যের ওপর। আর হায়দরাবাদ ৬ পয়েন্ট নিয়ে তারা কার্যত ছিটকেই পড়েছে, চারটি জয় পেলেও তাদের সমীকরণ হয়ে উঠেছে প্রায় অসম্ভব।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর