সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারতের পথে হেঁটে আইপিএলের সম্প্রচার বন্ধ করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২৫, ১১:২৪ এএম

শেয়ার করুন:

ipl banned pakistan

কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতের পক্ষ থেকে সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ তোলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে উঠেছে, যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে, বিশেষ করে ক্রিকেটে। ভারত সরকার শুরুতে পাকিস্তানের সম্প্রচার চ্যানেল বন্ধ করে দিয়ে থাকেন, এরপর পাকিস্তানি তারকা ক্রিকটার ও সেলিব্রেটিদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লক করে রাখে ভারতে।

আরও পড়ুন- কোন ৩ বোলারের বল খেলা বেশি কঠিন, জানালেন কোহলি 


বিজ্ঞাপন


এবার পাকিস্তান সরকার দেশজুড়ে ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৫ সরাসরি সম্প্রচার ও স্ট্রিমিংয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। এই পদক্ষেপটি এসেছে ভারত কর্তৃক পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার বন্ধ করার পাল্টা পদক্ষেপ হিসেবে।

আরও পড়ুন-লাস্যময়ী অভিনেত্রীর ছবিতে ‘লাভ রিয়্যাক্ট’ দিয়ে বিপাকে কোহলি

সম্প্রতি ফ্যানকোড নামক ভারতীয় স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিএসএলের সম্প্রচার হঠাৎ করে বন্ধ করে দেয়। প্ল্যাটফর্মটি পিএসএলের সব ধরনের ভিডিও কনটেন্ট, হাইলাইটস এবং লাইভ সম্প্রচার তুলে নেয়। এর আগে সনি স্পোর্টস নেটওয়ার্ক এবং ক্রিকবাজসহ অন্যান্য ভারতীয় মিডিয়া প্রতিষ্ঠানও পিএসএল কভারেজ থেকে নিজেদের গুটিয়ে নেয়।

আরও পড়ুন- দলের ক্রিকেটারদের চাহিদা মেটাতে যা করেছিলেন প্রীতি জিনতা


বিজ্ঞাপন


এর জবাবে পাকিস্তান কর্তৃপক্ষ এখন আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করেছে, যার ফলে পাকিস্তানি দর্শকরা আর স্থানীয় টিভি চ্যানেল বা ডিজিটাল অ্যাপের মাধ্যমে আইপিএল দেখতে পারবেন না। এখন পর্যন্ত পাকিস্তানে আইপিএল বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল এবং অনলাইন প্ল্যাটফর্মে দেখা যেত।

আরও পড়ুন-এক ম্যাচেই পাঁচ রেকর্ড গড়লেন কোহলি

এই নিষেধাজ্ঞা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক ও রাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত দেয়, যার পেছনে সাম্প্রতিক পাহালগামে ঘটনার বড় ভূমিকা রয়েছে। এর ফলে শুধু দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্কই নয়, গোটা অঞ্চলের ক্রিকেটীয় পরিবেশ অনিশ্চয়তার মুখে পড়েছে। এমনকি আসন্ন এশিয়া কাপ ২০২৫ নিয়েও সংশয় তৈরি হয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর