সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাজিলের কোচ নিয়োগের বিষয়ে নতুন মোড়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০২৫, ০৬:৩০ পিএম

শেয়ার করুন:

brazil coach- jorge jesus or carlo anchelotti

ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ নিয়োগের বিষয়টি নাটকীয় মোড় নিয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে কার্লো আনচেলত্তি থাকলেও এখন আলো কেড়ে নিয়েছেন আরেকজন। কারণ, পর্তুগিজ কোচ হোর্হে জেসুস আনুষ্ঠানিকভাবে আল হিলাল ছেড়ে দিয়েছেন। আর এই সময়টায় তাকে ঘিরে জোরালো গুঞ্জন, তিনি হতে পারেন সেলেসাওয়ের পরবর্তী কোচ।

সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল জানায়, কোচ জেসুসের সঙ্গে পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিল করা হয়েছে। এএফসি চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার পরই শুরু হয় আলোচনা। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ম্যাচ পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা থেকেই কোচের এই বিদায়ের সিদ্ধান্ত আসে।


বিজ্ঞাপন


যদিও এখনো মৌসুমে পাঁচটি ম্যাচ বাকি, ২৬ মে আল হিলালের শেষ ম্যাচ। ততদিনের জন্য সাবেক সৌদি তারকা ও দীর্ঘদিনের ক্লাব ব্যক্তিত্ব মোহাম্মদ আল-শালহুবকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্লাবটি।

আরও পড়ুন- রিয়ালের কোচ হয়ে যে তিন ফুটবলারকে দলে নিতে চান আলোনসো

c

এই সময়টায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন (CBF) নতুন কোচের খোঁজে রয়েছে। দরিভাল জুনিয়রকে ছাঁটাইয়ের পর থেকেই চলছে খোঁজ। এতদিন সবচেয়ে আলোচিত নাম ছিল কার্লো আনচেলত্তি, কিন্তু রিয়াল মাদ্রিদের সঙ্গে চলমান চুক্তির কারণে এখনও তার বিষয়ে নিশ্চিত হতে পারেনি ব্রাজিল।


বিজ্ঞাপন


খ্যাতনামা সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ব্রাজিলের ফুটবল ফেডারেশন এখনো আনচেলত্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে রিয়ালের কাছ থেকে তাকে আগেভাগে ছাড়ানোর বিষয়টি বড় চ্যালেঞ্জ। বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে এখনো বেশ ভালো সম্পর্ক আনচেলত্তির।

Jorge_Jesus_Treino_Supercopa_Saudita-e1723548700398

আরও পড়ুন- লাস্যময়ী অভিনেত্রীর ছবিতে ‘লাভ রিয়্যাক্ট’ দিয়ে বিপাকে কোহলি

ফলে মৌসুম শেষেই আনচেলত্তি ক্লাব ছাড়বেন কি না তা এখনো নিশ্চিত নয়। অনেকেই ধারণা করছেন, ক্লাব বিশ্বকাপ পর্যন্ত হয়তো রিয়ালের কোচ হিসেবে থাকবেন আনচেলত্তি। এমন অবস্থায় হোর্হে জেসুস হয়ে উঠছেন অন্যতম সম্ভাব্য বিকল্প। এর আগে ফ্ল্যামেঙ্গোর হয়ে কোপা লিবার্তাদোরেস জেতা এই কোচ ব্রাজিলিয়ান ফুটবলের সংস্কৃতির সঙ্গে ভালোভাবেই পরিচিত। ভাষার মিল এবং বর্তমানে ‘ফ্রি এজেন্ট’ হওয়াও তাকে এগিয়ে রাখছে।

আরও পড়ুন- দলের ক্রিকেটারদের চাহিদা মেটাতে যা করেছিলেন প্রীতি জিনতা

15949016772440

ব্রাজিলের কোচ হওয়ার বিষয়ে জেসুসের নাম আগেও এসেছে গণমাধ্যমে। তবে তাঁকে ঘিরে গুঞ্জণ জোরালো ছিল না। ব্রাজিলের ফুটবল ফেডারেশনও আনচেলত্তিকে পেতেই বেশি মনোযোগী ছিল। কিন্তু জেসুস ফ্রি এজেন্ট হওয়ায় এখন আলোচনা তাঁকে নিয়ে। 

বিশ্লেষকদের মতে, সৌদি মৌসুম শেষ হওয়ার আগেই জেসুসের বিদায় ঘিরে সম্ভাবনা তৈরি হয়েছে যে, তিনি হয়তো ব্রাজিলের সঙ্গে আলোচনায় রয়েছেন। যদিও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে গুঞ্জন বাড়ছে, আগামী দিনে সেলেসাওয়ের ডাগআউটে দেখা যেতে পারে সাবেক বেনফিকা ও ফ্ল্যামেঙ্গো কোচ হোর্হে জেসুসকে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর