চলতি মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদের কোচের পদ ছাড়ছেন কার্লো আনচেলত্তি। আর তার জায়গায় সাবেক রিয়াল মিডফিল্ডার ও বর্তমান বায়ার লেভারকুজেন কোচ জাবি আলোনসো দায়িত্ব নিবেন তা প্রায় নিশ্চিত বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম।
লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে হতাশাজনক পারফরম্যান্সের পর রিয়ালের ডাগআউটে বড় রদবদল আসছে। গুঞ্জন জোরালো হচ্ছে, এই গ্রীষ্মেই আনচেলত্তিকে বিদায় জানিয়ে আলোনসোকে নিয়ে আসবে ক্লাবটি। খেলোয়াড় হিসেবে সান্তিয়াগো বার্নাব্যু মাতানো এই স্প্যানিয়ার্ড এখন কোচিংয়েও হয়ে উঠেছেন অন্যতম প্রতিশ্রুতিশীল নাম।
বিজ্ঞাপন
গত মৌসুমে জার্মানিতে লেভারকুজেনের হয়ে ঘরোয়া লিগ ও কাপ, এই দুই শিরোপাই জিতিয়েছেন দলকে। তার অধীনে লিগ জয়ের দৌড়ে অপরাজিত ছিল লেভারকুজেন। স্বভাবতই কোচ হয়ে রিয়ালের মতো ক্লাবে ফেরার সম্ভাবনা অনেকটাই বাস্তব।

তবে রিয়ালে এক আসবেন না আলোনসো। সঙ্গে আনতে চান নিজের পছন্দের তিন ফুটবলারকেও। স্প্যানিশ ক্রীড়া দৈনিক দিয়ারিয়ো এএস জানিয়েছে, রিয়ালে দায়িত্ব নেওয়ার আগেই আলোনসো পছন্দের তিনজন ফুটবলারের তালিকা তৈরি করে ফেলেছেন। তারা হলেন, রিয়াল সোসিয়েদাদের মার্তিন জুবিমেন্দি এবং লেভারকুজেনের ফ্লোরিয়ান ভির্টজ ও জনাথান তাহ।
আরও পড়ুন: ক্রিকেটে ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ করল ইংল্যান্ড
বিজ্ঞাপন

আলোনসোর সঙ্গে আগে থেকেই জুবিমেন্দির ভালো সম্পর্ক। রিয়াল সোসিয়েদাদের ‘বি’ দলের কোচ থাকাকালীন এই মিডফিল্ডারের সঙ্গে কাজ করেছেন তিনি। ইউরো ২০২৪ জয়ীর দিকেই নজর রিয়ালের, যদিও আর্সেনালের আগ্রহ থাকায় এই লড়াই সহজ হবে না।
আরও পড়ুন: লাস্যময়ী অভিনেত্রীর ছবিতে ‘লাভ রিয়্যাক্ট’ দিয়ে বিপাকে কোহলি
ভির্টজও আলোনসোর অধীনেই হয়ে উঠেছেন সুপারস্টার। এই আক্রমণাত্মক মিডফিল্ডারকে পেতে অবশ্য মোটা অঙ্ক খরচ করতে হতে পারে। সম্ভাব্য ট্রান্সফার ফি ১০০ মিলিয়ন ইউরোরও বেশি। তার ওপর ম্যানচেস্টার সিটিও নতুন দল গড়ার প্রক্রিয়ায় তাকে দলে টানতে চায়।

আলোনসোর অধীনে দারুণ উন্নতি করা সেন্টারব্যাক জনাথান তাহ আসন্ন মৌসুমেই ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন। তাকে নিয়েও রিয়ালের আগ্রহ আছে। তবে প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও তাকে নিতে চায়। কিন্তু কাতালান ক্লাবটির আর্থিক টানাপোড়েনে সুযোগ পেতে পারে রিয়াল। তাছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডও সাম্প্রতিক সময়ে তাহকে নিয়ে আগ্রহ দেখিয়েছে, বিশেষ করে দলের কয়েকজন অভিজ্ঞ ডিফেন্ডার চলে যাওয়ার খবরে। সব মিলিয়ে, রিয়াল মাদ্রিদে আলোনসোর আগমন যেমন সময়ের ব্যাপার, তেমনি তার গড়া দল নিয়েও শুরু হয়ে গেছে উত্তেজনা।

