শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভারতকে বড় ভাই বললেন জামাল ভূঁইয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

loading/img

বাংলাদেশের ফুটবলে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচ দিয়েই লাল-সবুজের জার্সি গায়ে প্রথম বারের মত মাঠে নামতে চলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোনো ফুটবলার। তিনি আর কেউ নন, হামজা চৌধুরি। তাই ভারতের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক জামাল ভূঁইয়া।

ভারতের বিপক্ষে জয় চাই বাংলাদেশ ফুটবল দলের। ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়ে অধিনায়ক জামাল ভূইয়া বলেন। ‘আমি যে উত্তরটা দেবো সেটা হলো, আপনি যখন আপনার বড় ভাইয়ের সঙ্গে খেলেন, আপনে সবসময় জিততে চান। আমরাও সেইম। এইটা আমার উত্তর। আমরা ভারতের বিপক্ষে জিততে চাই। চাপ তো আছেই। সব ম্যাচেই চাপ আছে।’


বিজ্ঞাপন


‘তবে এই ম্যাচে একটু বেশি ফোকাস আছে। কারণ এটা ভারত। আর আপনারা জানেন কি হয়েছে লাস্ট এক বছর। আমরা চাপ অনুভব করছি, একই সঙ্গে আমরা কুল।’

হামজা চৌধুরীর প্রসঙ্গ ঘুরে ফিরে এসেছে সংবাদ সম্মেলনে। জামালও উত্তর দিলেন স্বাভাবিক ভঙ্গিতে, ‘হামজার খেলাটা আমাদের জন্য ইতিবাচক দিক। এছাড়া অন্য যারা আছে তাদের মানসিকতা পরিবর্তন হয়েছে। খেলোয়াড়রা এবার আরও বেশি করে তৈরি কিছু একটা করার জন্য। জয়টা তাদের জন্য বড় কিছু।’

ভারতের বিপক্ষে বরাবরই লড়াই করেছে বাংলাদেশ। ইতিহাসে এগিয়ে থাকলেও ভারতীয় দলকে এবার চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জামাল-তপুরা। ইংলিশ ফুটবল মাতানো হামজা চৌধুরীকে ঘিরে তৈরি হয়েছে নতুন আশা। ভারতের কোচ মানাকো মারকেজও হামজাকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছেন বলে জানা গেছে। 

এশিয়ান কাপ বাছাইয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ চাইবে নিজেদের সেরাটা দিতে। ভারতের মাটিতে বড় কোনো সাফল্য পেলে জামাল ভূঁইয়ার নেতৃত্বে বাংলাদেশের ফুটবল ইতিহাসে লেখা হবে নতুন অধ্যায়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর