রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকা

কনস্টাসকে শ্রীলঙ্কা থেকে দেশে ফেরত পাঠাল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৫ পিএম

শেয়ার করুন:

কনস্টাসকে শ্রীলঙ্কা থেকে দেশে ফেরত পাঠাল অস্ট্রেলিয়া

ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্ট দিয়ে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্যারিয়ার শুরু হয় স্যাম কনস্টাসের। ক্যারিয়ারের শুরুতেই তুমুল আলোচনা হয়েছে তাকে নিয়ে। তরুণ এই ওপেনার ছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের স্কোয়াডেও। তবে প্রথম টেস্টে খেলা হয়নি তার, আর দ্বিতীয় টেস্ট শুরুর আগেই তাঁকে দেশে ফেরত পাঠাচ্ছে অজিদের টিম ম্যানেজম্যান্ট।

লঙ্কানদের বিপক্ষে সিরিজেও উসমান খাজার সঙ্গে কনস্টাসই ম্যাচ ওপেন করতে নামবেন এমনটাই ধারণা করা হয়েছিল। তবে তা আর হয়নি। কন্ডিশন এবং উইকেট বিবেচনায় নিয়ে খাজার সঙ্গে ম্যাচ ওপেন করেছেন ট্রাভিস হেড। এ সিরিজে হেড বেশ সফলও ছিলেন।


বিজ্ঞাপন


এবার দ্বিতীয় টেস্টেও হেডই ম্যাচ ওপেন করতে নামবেন। ফলে লঙ্কানদের বিপক্ষে সিরিজে খেলা হচ্ছে না কনস্টাসের। এ কারণে তাকে আর দলের সঙ্গে রাখছে না অজিদের টিম ম্যানেজম্যান্ট। বরং শেফিল্ড শিল্ডে খেলার জন্য তাকে দেশে ফেরত পাঠাচ্ছে অজিরা।

এদিকে কনস্টাসকে শ্রীলঙ্কা সিরিজে না খেলালেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তরুণ এই ওপেনারই খাজার সঙ্গে ওপেন করবেন বলেই জানিয়েছেন হেড। তিনি বলেন, ‘খুব সম্ভবত আমি মিডল অর্ডারে ফেরত যাবো, কনস্টাস ওপেন করবে।’

তবে অনিশ্চয়তার কথাও জানিয়েছেন হেড। তিনি বলেন, ‘ভাগ্য ভালো আমি নির্বাচক নই। জশ ইংলিশের শুরুটা দারুণ হয়েছে। ক্যামেরন গ্রিনও চোট থেকে সেরে ওঠবে। সবাই ভালো খেলছে। তাই দল নির্বাচন কঠিন হয়ে যাচ্ছে। তবে আমরা এমনটাই চাই, এমন এক অস্ট্রেলিয়া দল যেখানে সহজে ধোকা যায় না।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর