মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ঢাকা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে রকেট লঞ্চার হাতে টেনিস সুন্দরী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ পিএম

শেয়ার করুন:

loading/img

টেনিস জগতের পরিচিত নাম এলিনা সভিতোলিনা। ৩০ বছর বয়সী এই ইউক্রেন টেনিস তারকা ক্যারিয়ারের একটা সময় র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে এসেছিলেন। এছাড়া ২০২০ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জপদক জেতার পাশাপাশি খেলেছেন তিনটি গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে। 

তবে সময়ের সঙ্গে সঙ্গে টেনিসের মাঠে তার পারফরমেন্সে ভাটা পড়েছে। বর্তামানে র‍্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে আছেন এই টেনিস সুন্দরী। টেনিস কোটের এই তারকাকে এবার দেখা গেলো ভিন্ন ভূমিকাতে। মৌসুমে টেনিসের বিরতিতে নিজ দেশ ইউক্রেনের ফিরে র‌্যাকেট নয়, হাতে তুলে নিয়েছেন রকেট লাঞ্চার।


বিজ্ঞাপন


Svitolina

ইউক্রেন-রাশিয়া ভয়াবহ যুদ্ধের সঙ্গে লড়ছে বর্তমানে। এমন অবস্থায় ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বিপক্ষে বিভিন্ন সময়ে কথা বলেছেন এলিনা। ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে সবাইকে সচেতন করতে এবার রকেট লাঞ্চার হাতে খারকিভ এলকায় দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রকেট লঞ্চার হাতে ছবি পোস্ট করেছেন এই টেনিস সুন্দরী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘আমার মনে খারকিভের জন্য বিশেষ জায়গা আছে। ১২ বছর বয়সে যখন পেশাদার ক্যারিয়ারের পথচলা শুরু করি, তখন এই শহর আমাকে নিজের ঘরের অনুভূতি দিয়েছিল।’


বিজ্ঞাপন


‘যে শহরটি যুদ্ধের সময় উষ্ণতা এবং সুরক্ষা প্রদান করে চলেছে। যুদ্ধ চলাকালে এই শহর সবাইকে সতেজ রাখার এবং রক্ষার কাজ করে চলেছে। যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন, খেলার জগতে লড়াইয়ের অনুপ্রেরণা কোথা থেকে পাই? নিজের দেশ, নিজের মানুষ, আমার খারকিভ এবং আমাদের নায়কদের কাছ থেকে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর