মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হ্যাটট্রিক করে নাটকীয় ম্যাচে লঙ্কানদের হারানোর পর দুঃসংবাদ ফার্গুসনের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪, ১১:২৯ এএম

শেয়ার করুন:

হ্যাটট্রিক করে নাটকীয় ম্যাচে লঙ্কানদের হারানোর পর দুঃসংবাদ ফার্গুসনের

লকি ফার্গুসন চোটেই ছিলেন। ডানপায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দলের বাইরে ছিলেন তিনি। সুস্থ হয়ে শ্রীলঙ্কা সফর দিয়েই আবার ফিরেছিলেন। লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিকে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি, নিউজিল্যান্ডও জিতেছিল লো স্কোরিং সেই ম্যাচটি। তবে দলকে জেতানোর পর দুঃসংবাদ পেয়েছেন কিউই এই ক্রিকেটার।

ফের চোটে পড়েছেন ফার্গুসন। এ কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না তার। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলার সময়ই কাফ ইনজুরিতে পড়েছেন তিনি। ফলে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না তার, ফিরে যাবেন নিউজিল্যান্ডে।


বিজ্ঞাপন


 

ফার্গুসনের বদলে ওয়ানডে সিরিজের দলে ডাকা হয়েছে অ্যাডাম মিলনেকে। ফার্গুসনের চোট নিয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেন, ‘আমরা লোকি ফার্গুসনকে হারিয়েছি। মাত্র দুই ওভার বোলিং করে সে বুঝিয়ে দিয়েছে আমাদের জন্য কত বড় সম্পদ। আমাদের বোলিং আক্রমণের নেতৃত্বেও রয়েছেন তিনি। আমরা অতি গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজে তাকে মিস করতে যাচ্ছি। সফরের শুরুতে এমন গুরুত্বপূর্ণ কাউকে হারানো কঠিন। আশা করছি সে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরে আসবে।’

লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হেরেছিল কিউইরা। দ্বিতীয় ম্যাচেও সফরকারীরা অল আউট হয়েছিল কেবল ১০৮ রানে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২০ এর চেয়ে কম রান করে কখনোই জয়ের রেকর্ড ছিল না নিউজিল্যান্ডের। একই সঙ্গে প্রতিপক্ষকে ১১৫ রানের মধ্যে থামিয়ে দিয়ে কখনোই হারের রেকর্ড ছিল না শ্রীলঙ্কার।


বিজ্ঞাপন


তবে ফার্গুসনের হ্যাটট্রিকে এসব রেকর্ড ঠিকই উলেটে দিতে পেরেছে নিউজিল্যান্ড। ষষ্ঠ ও অষ্টম ওভার মিলিয়ে হ্যাটট্রিক করেছিলেন ফার্গুসন। এছাড়া এই ম্যাচে কিউইদের জয়ে শেষ ওভারে ৩ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন গ্লেন ফিলিপ্স। 

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৩ নভেম্বর থেকে, সিরিজের বাঁক দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭ ও ১৯ নভেম্বর।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর