গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত। বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচ শুরু হবে আগামী ২২ নভেম্বর। গত দুই অজি সফরে ভারতীয় টিম রাজ করেছিল। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট সিরিজ হেরে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন রোহিতরা। ঘুরছে অনেক অঙ্ক। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠাকে নিয়ে। আসলে এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে হলে আসন্ন বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৪-১ ফলাফলে ভারতকে জিততে হবে। এরপর অন্যান্য টিমগুলোর পজিশন, পয়েন্টে নজর রাখতে হবে।
অস্ট্রেলিয়া সফরের আগে সাংবাদিক বৈঠকে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয়েছে গৌতম গম্ভীরকে। যতটা সম্ভব সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন ভারতের কোচ। দলের ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু তাঁর কথাবার্তা খুব একটা পছন্দ হয়নি সঞ্জয় মঞ্জরেকরের। তাই গম্ভীরকে খোঁচা মেরেছেন তিনি। নিজের টুইটার একাউন্টে তিনি জানান, আচার-আচরণ ভালো নয় গম্ভীরের। পাশাপাশি কোথায় কেমন শব্দ ব্যবহার করতে হবে তাও জানেন না ভারতীয় হেড কোচ।
বিজ্ঞাপন
ভারতীয় এই ধারাভাষ্যকার লিখেছেন, ‘মাত্রই গম্ভীরের সংবাদ সম্মেলন দেখলাম। বিসিসিআইয়ের জন্য সবচেয়ে ভালো হয় যদি তারা তাকে এই দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে শুধু পর্দার পেছনে কাজ করতে দেয়। তার আচার-আচরণ যেমন ভালো নয়, তেমনি কখন কী শব্দ ব্যবহার করতে হবে সেই জ্ঞানেরও অভাব আছে। আমি মনে করি, রোহিত ও আগারকার ওর চেয়ে অনেক ভালোভাবে সংবাদমাধ্যম সামলায়।’
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ধবলধোলাই হওয়ার ব্যাখ্যায় সংবাদ সম্মেলনে এসে গম্ভীর বলেছিলেন, ‘আমি এখানে বসে নিজেদের পিঠ বাঁচানো কথাবার্তা বলব না। আমি মনে করি, আমরা তিন বিভাগেই ওদের কাছে পাত্তা পাইনি। ওরা আমাদের চেয়ে যে বেশি পেশাদার ছিল, সেটি মানতেই হবে। আমাদের নিয়ে সমালোচনা হচ্ছে, আমরা তা মেনে নিয়ে সামনে এগিয়ে যাব।’

