মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আফগানদের কাছে সিরিজ হারের পর দুঃসংবাদ পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪, ১০:৫৪ এএম

শেয়ার করুন:

আফগানদের কাছে সিরিজ হারের পর দুঃসংবাদ পেল বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর ওয়ানডে ফরম্যাটে খেলতে নেমেছিল বাংলাদেশ। তবে সাত মাস পর নিজেদের প্রিয় ফরম্যাটে মাঠে নেমে আশানরূপ ফল পায়নি টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি ২-১ ব্যবধানে হেরেছে লাল-সবুজের দল। সিরিজ হারের পর র‍্যাঙ্কিংয়ে আফগানদের চেয়ে পিছিয়ে পড়ার দুঃসংবাদ পেয়েছে নাজমুল শান্ত-মেহেদি মিরাজরা।

আরব আমিরাতে অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ খেলতে নেমেছিল র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বরে থেকে, আর আফগানিস্তান ছিল ৯ নম্বরে। তবে সিরিজ হারের পর জায়গা বদল করেছে দুই দল।


বিজ্ঞাপন


 

২-১ ব্যবধানে সিরিজ হারায় বাংলাদেশ এখন একধাপ পিছিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে নেমেছে যেখানে আফগানিস্তান ওঠেছে ৮ নম্বরে। সিরিজের আগে একদিনের ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৮৬, সিরিজ হারের পর রেটিং পয়েন্ট ১ কমেছে টাইগারদের।

ওদিকে ৮৪ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা আফগানদের পয়েন্ট ২-১ ব্যবধানে জয়ের পর এখন ৮৫। তবে কিছুটা পিছিয়ে থাকায় র‍্যাঙ্কিংয়েও পিছিয়েছে টাইগাররা। র‍্যাঙ্কিংয়ে উন্নতির পথে টানা তিনটি সিরিজ জিতেছে আফগানিস্তান। আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার পর হারিয়েছে বাংলাদেশকে।


বিজ্ঞাপন


এদিকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। ১১৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে দলটি। সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া, তবে হারলেও বিশ্ব চ্যাম্পিয়নরা র‍্যাঙ্কিংয়ে ম্যান ইন গ্রিনদের চেয়ে এগিয়েই আছে, দুইয়ে আছে অজিরা, মোহাম্মদ রিজওয়ানের দল আছে তিনে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর