ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডারদের একজন মার্সেলো। ফুটবলে তিনি নিজের যাত্রাটা শুরু করেছিলেন ফ্লুমিনেন্সের হয়ে। ক্যারিয়ারের শেষবেলায় আবার নিজের প্রিয় ক্লাবেই ফিরেছিলেন তিনি। রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নেয়ার পর অলিম্পিয়াকোস হয়ে ২০২৩ সালে তিনি ফ্লুমিনেন্সে যোগ দেন। তবে শৈশবের ক্লাব থেকে বিদায়টা সুখকর হলো না তাঁর জন্য।
মার্সেলোর সঙ্গে চুক্তি বাতিল করার কথা জানিয়েছে ফ্লুমিনেন্স, ক্লাব এবং মার্সেলো- দুই পক্ষের পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই চুক্তি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ক্লাবটি। এদিকে চুক্তি বাতিল করার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু না বলা হলেও কোচের সঙ্গে তর্কে জড়ানোর কারণেই যে এমন পরিণতি হয়েছে মার্সেলোর, এমনটিই ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
কোচের সঙ্গে মার্সেলোর ঘটনাটি ঘটেছে গত শুক্রবার, রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে গ্রেমিওর বিপক্ষে খেলতে নেমেছিল ফ্লুমিনেন্স। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ২-২ গোলে ড্র হওয়া এই ম্যাচে মার্সেলোকে বদলি হিসেবে নামাতে চেয়েছিলেন ফ্লুমিনেন্সের কোচ মানো মেনেজেস। মার্সেলোও তৈরি হয়ে সাইডলাইনে এসে দাঁড়িয়েছিলেন।
এ সময় মেনেজেস এসে মার্সেলোর কাঁধে হাত রেখে কিছু একটা বলছেন। কোচের কথার উত্তরে মার্সেলোও কিছু বলেন। আর ফুটবলারের কথা শুনেই ক্ষেপে যান মেনেজেস, এ সময় মার্সেলোর কাঁধে ধাক্কা দিয়ে সরিয়ে দেন তিনি, অন্য ফুটবলারকে ইশারা করেন মাঠে নামতে। এরপর আর মাঠে নামা হয়নি মার্সেলোর।
এ ঘটনার কারণেই মার্সেলোর সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে বলে জানা গেছে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে। ২০০২ সালে ফ্লুমিনেন্সের বয়সভিত্তিক দল দিয়েই খেলা শুরু করেন মার্সেলো। একই ক্লাবের জার্সিতে ২০০৫ সালে পেশাদার ফুটবলে নিজের পথচলা শুরু করেন তিনি। এরপর ক্লাব কারিয়ারে তিনি খেলেছেন রিয়াল মাদ্রিদে।