রোববার, ৫ জানুয়ারী, ২০২৫, ঢাকা

লিভিংস্টোনের বিধ্বংসী সেঞ্চুরিতে সিরিজে সমতায় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৪, ১১:০৩ এএম

শেয়ার করুন:

লিভিংস্টোনের বিধ্বংসী সেঞ্চুরিতে সিরিজে সমতায় ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হেরেছিল ইংল্যান্ড। ৮ উইকেটের ব্যবধানে জিতে লিড নিয়েছিল ক্যারিবীয়রা। তবে দ্বিতীয় ম্যাচ দিয়েই ঘুরে দাড়িয়েছে ইংলিশরা। নর্থ সাউন্ডে আগে ব্যাত করতে নেমে শাই হোপের শতকে ৩২৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছিল স্বাগতিকরা। লক্ষ্য তাড়া করতে নেমে লিয়াম লিভিংস্টোন করেছেন বিধ্বংসী শতক। তাঁর সেঞ্চুরিতেই ১৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে সমতায় ফিরেছে সফরকারীরা।

সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন ওপেনার এভিন লুইস। তবে দ্বিতীয় ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। দলীয় ৭ রানে ব্র্যান্ডিন কিং আউট হওয়ার পর লুইসও ফিরেন দ্রুতই, ব্যক্তিগত ৪ চারে তিনি যখন সাজঘরের পথ ধরেন তখন ক্যারিবীয়দের দলীয় সংগ্রহ ১২।


বিজ্ঞাপন


এরপর দলের হাল ধরেন কিসি কার্টি ও শাই হোপ। এ দুজন মিলে গড়েন ১৪৩ রানের জুটি। ইংলিশ বোলারদের সামলে স্কোরবোর্ডে রান তুলতে থাকেন এ দুজন। কার্টি ৭৭ বলে ৭১ রান করে ফিরলেও অধিনায়ক হোপ ঠিকই সেঞ্চুরির দেখা পেয়েছেন। তিনি ১২৭ বলে ১১৭ রান করে আউট হন জোফরা আর্চারের বলে।

390269

হোপ আউট হয়েছেন দলীয় ২৯৭ রানে, এর আগে ৩৬ বলে ৫৪ রানের ইনিংস খেলে শেরফান রাদারফোর্ড ও ১১ বলে ২৪ রানের ইনিংস খেলে আউট হন শিমরান হেটমায়ার। শেষদিকে ম্যাথু ফোর্ড খেলেছেন ১১ বলে ২৩ রানের ক্যামিও ইনিংস। নির্ধারিত ৫০ ওভারে ৬ উউকেট হারিয়ে ৩২৮ রানের সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ।

৩২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড উইকেট হারায় দলীয় ৩৭ রানে। ১২ রান করে উইল জ্যাকস আউট হন। এরপর জর্ডান কক্সও ফিরেন ৪ রানেই। তবে দ্রুত দুই উইকেট হারালেও ফিল সল্ট খেলেছেন ৫৯ বলে ৫৯ রাএর দুর্দান্ত এক ইনিংস। তিনি আউট হন দলীয় ১০৭ রানে।


বিজ্ঞাপন


এরপর ইংল্যান্ডকে জয়ের বন্দরে ভিড়িয়েছেন অধিনায়ক লিভিংস্টোন। আর তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন জ্যাকব বেথেল, ও স্যাম কারান। দলকে জেতানোর পথে বেথেলের সঙ্গে ৫৩ রানের জুটি গড়েছিলেন লিভিংস্টোন। বেথেল ৫৫ রানে ফেরার পর পর ক্রিজে আসেন কারান, তিনিও খেলেছেন ৫২ বলে ৫২ রানের দুর্দান্ত এক ইনিংস। কারান ফোর্ডের বলে আউট হয়ে ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন লিভিংস্টোন। ৬০ বলে ফিফটি করা এই ব্যাটার এরপর ১০০ রানের মাইলফলক ছুঁতে বাকি ৫০ রান করেছেন মাত্র ১৭ বলে। তাঁর এই বিধ্নগসী শতকেই শেষ পর্যন্ত ১৫ বল হাতে রেখে দুর্দান্ত জয় পায় ইংল্যান্ড।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর