রোববার, ৫ জানুয়ারী, ২০২৫, ঢাকা

এবার বল টেম্পারিংয়ের অভিযোগ ভারতের বিরুদ্ধে, শাস্তির শঙ্কায় ঈশান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৪, ১০:০০ এএম

শেয়ার করুন:

এবার বল টেম্পারিংয়ের অভিযোগ ভারতের বিরুদ্ধে, শাস্তির শঙ্কায় ইষাণ 

চলতি মাসেই অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। অজিদের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলতে নামবে রোহিত শর্মারা। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজের আগে ভারতের ‘এ’ দল গিয়েছে অস্ট্রেলিয়া সফরে, সেখানে স্বাগতিকদের ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচ খেলছে ভারত ‘এ’ দল। দুই দলের প্রথম ম্যাচের চতুর্থ দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল, শেষ দিনের খেলা শুরুর আগে হয়েছে বল টেম্পারিং বিতর্ক।

গতকাল শেষদিনে ভারত ‘এ’ দলের বিপক্ষে জয়ের জন্য অস্ট্রেলিয়া ‘এ’ দলের প্রয়োজন ছিল ৮৬ রান। তবে এ দিন শুরুই হয়েছে ভারতীয় দলের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ দিয়ে। এ ঘটনায় আম্পায়ারের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছিলেন ভারতের উইকেটরক্ষক ঈশান কিষাণ, আর তাতে শাস্তির শঙ্কায় আছেন তিনি।


বিজ্ঞাপন


দুই দলের চতুর্থ দিনের খেলা শুরুই হয় বল টেম্পারিং বিতর্ক দিয়ে। শেষদিনের খেলায় ভারতীয় দলকে যে বলটি দেয়া হয় তা তৃতীয় দিনে ব্যবহার করা বলটি ছিল না। তৃতীয় দিনের ব্যবহার করা বল না পেয়ে আম্পায়ারের কাছে যান ভারতের ক্রিকেটাররা। আর তখনই বল বিকৃতির অভিযোগ করেন আম্পায়ার।

স্টাম্প মাইক থেকে আম্পায়ার ও ঈশান কিষাণের বাদানুবাদের অডিও পেয়েছে ফক্স ক্রিকেট, তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারীয় দলকে আম্পায়ার শন ক্রেইগ বলেন, ‘তোমরা বলে আঁচড় কেটেছিলে। তাই আমরা বল বদলে দিয়েছি। এই নিয়ে কোনও আলোচনা নয়। যাও খেলো।’ ভারতের ক্রিকেটাররা এ নিয়ে তর্ক করলেও আম্পায়ার বলেন, ‘কোনও আলোচনা নয়। খেলায় মন দাও। এটা আলোচনার বিষয় নয়।’

চতুর্থ দিনে দেয়া বলটি দিয়েই তাদের খেলতে হবে বলে জানান আম্পায়ার। আম্পায়ারের এমন কথার পর ভারতের উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণ বলেন, ‘আমাদের এই বল দিয়েই খেলতে হবে? এটা ভীষণ বাজে সিদ্ধান্ত।’


বিজ্ঞাপন


কিষাণের এমন কথায় রেগে যান আম্পায়ার শন ক্রেইগ, তাকে বলতে শোনা যায়, ‘বিরক্তি দেখানোর জন্য তোমার নামে নালিশ করা হবে। এটা মোটেও ভালো আচরণ নয়। তোমার দলের কাজের জন্যই আমরা বল বদলাতে বাধ্য হয়েছি।’

এদিকে বল বিকৃতির অভিযোগ করা হলেও এটা এখনো নিশ্চিত নয় যে ভারতীয় দলের কার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে। এমনকি বল কখন বিকৃত করা হয়েছে তাও এখনো নিশ্চিত নয়। বল বিকৃত করার ঘটনায় নিয়মানুযায়ী অস্ট্রেলিয়া ‘এ’ দলকে অতিরিক্ত ৫ রানও দেওয়া হয়নি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর