রোববার, ৫ জানুয়ারী, ২০২৫, ঢাকা

১৪ বছর আগের স্মৃতি ফেরালো কিউইরা, হোয়াইটওয়াশের শঙ্কায় ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৪, ১১:৪০ এএম

শেয়ার করুন:

১৪ বছর আগের স্মৃতি ফেরালো কিউইরা, হোয়াইটওয়াশের শঙ্কায় ভারত

ঘরের মাটিতে ১২ বছর আগে সবশেষ টেস্ট সিরিজ হেরেছিল ভারত। এরপর নিজেদের মাঠে টানা আধিপত্য করেছে স্বাগতিকরা। তবে এক যুগ আগে হারের সেই স্মৃতিই এবার ফিরিয়েছে নিউজিল্যান্ড, তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে রোহিত শর্মার দলের বিপক্ষে সিরিজ জিতে নিয়েছে কিউইরা, এবার গৌতম গম্ভীরের শিষ্যদের ধবলধোলাই করার স্বাদও পেয়ে যেতে পারে সফরকারীরা।

সিরিজের শেষ টেস্টে মুম্বাইয়ে দ্বিতীয় ইনিংসে ১৭৪ রানে অল আউট হয়েছে নিউজিল্যান্ড, তাতে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ১৪৭ রানের। প্রায় দেড়শ রানের লক্ষ্যই যে স্বাগতিকদের পরীক্ষার মুখে ফেলবে তা ধারণা করা হয়েছিল আগেই, হয়েছেও তাই।


বিজ্ঞাপন


 

ভারতের দলীয় ২৯ রানেই ৫ উইকেট তুলে নিয়েছে কিউইরা, তাতে ভারতের সামনে এখন হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা, আর দ্রুত ৫ উইকেট তুলে নিয়ে ১৪ বছর আগের এক স্মৃতি ফিরিয়েছে সফরকারীরা। ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টেই ইনিংসের প্রথম ৬১ বলের মধ্যেই নিজেদের প্রথম ৫ উইকেট হারিয়েছিল ভারত। চলতি শতাব্দীতে এটিই ছিল ভারতের দ্রুততম সময়ে ৫ উইকেট হারানোর রেকর্ড।

তবে আজ ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাঁর চেয়েও কম সময়ে নিজেদের প্রথম ৫ উইকেট হারিয়েছে ভারত, ৪১ বলের মধ্যে সাইজঘরে ফিরেছেন দুই ওপেনার সহ বিরাট কোহলি, শুবমান গিল ও সরফরাজ খান।


বিজ্ঞাপন


390288

ভারতের উইকেট হারানোর শুরুটা হয় রহিত শর্মাকে দিয়ে, তিনি দলীয় ১৩ রানেই ম্যাট হেনরির বলে গ্লেন ফিলিস্পের মুঠোবন্দী হয়ে সাজঘরে ফিরেন। এরপর স্কোরবোর্ডে ৩ রান যোগ হতেই আউট হন শুবমান গিলও।

দ্রুত ২ উইকেট হারানোর পর হাল ধরতে পারেননি বিরাট কোহলিও, ১ রান করে অ্যাজাজ প্যাটেলের বলে মিচেলের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফিরেন তিনি। এরপর যশ্বসী জয়সোয়াল ও সরফরাজ খান আউট হন ২ বলের ব্যবধানে। ফলে ৭.১ ওভারে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত, জাগে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা।

এদিকে ৫ উইকেট হারানোর পর ভারতের হাল ধরেছেন রবীন্দ্র জাদেজা ও রিশব পন্ত, দুজন মিলে গড়েছেন ৪১ রানের জুটি, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৭১ রান, জয়ের জন্য প্রয়োজন আরও ৭৬ রান, হাতে আছে ৫ উইকেট।      

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর