মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ঢাকা

ফাইনালে আর্জেন্টিনার সঙ্গী হবে কোন দল, কলম্বিয়া নাকি উরুগুয়ে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৪, ১০:৪৯ পিএম

শেয়ার করুন:

ফাইনালে আর্জেন্টিনার সঙ্গী হবে কোন দল, কলম্বিয়া নাকি উরুগুয়ে?

২৩ বছর আগে কলম্বিয়া এবং ১৩ বছর আগে উরুগুয়ে সর্বশেষবার কোপা আমেরিকার প্রতিযোগিতায় ফাইনাল খেলেছে। এবার যে কোনো একটি দলের সামনে সুযোগ আক্ষেপ মোচনের। কারণ দুই দল পরস্পরের মুখোমুখি হচ্ছে এবার সেমিফাইনালে। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় ভোর ৬টায় মুখোমুখি হচ্ছে কলম্বিয়া-উরুগুয়ে।

গ্রুপ পর্বের তিন ম্যাচের দুটিতে জয় আর ব্রাজিলের সাথে ড্র করে গ্রুপ সেরা হয়েই কোয়ার্টার ফাইনালে ওঠে কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে দুর্বল পানামাকে বিধস্ত করে সেমিতে ওঠা কলম্বিয়ার চোখ এবার ফাইনালে। এখন তাদের সামনে উরুগুয়ে। যদিও ফুটবলের ইতিহাস আর পুর্বের পারফরমেন্স সবদিক দিয়েই উরুগুয়ের চেয়ে পিছিয়ে কলম্বিয়া। 


বিজ্ঞাপন


দুইবার বিশ্বকাপ জেতার রেকর্ড আছে উরুগুয়ের ঝুলিতে। কোপায়ও একক আধিপত্য ধরে রেখেছিলো অনেকদিন ধরে। গত আসরে চ্যাম্পিয়ন হয়ে উরুগুয়ের সমান ১৫ বারের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।এবারের কোপায় এখন পর্যন্ত শতভাগ সাফল্য দেখিয়েছে উরুগুয়ে। রাউন্ড রবীন লিগে তিন ম্যাচের তিনটিতেই জিতেছে মার্সেলো বিয়েলসার দল। কোয়ার্টার ফাইনালে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে উড়িয়ে দিয়ে সেমিতে জায়গা করে নেয় উরুগুয়ে। 

গোলশূন্য সেই ম্যাচে টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারায় লুইস সুয়ারেজরা। কোপার সাবেক চ্যাম্পিয়নদের হারিয়ে আত্ববিশ্বাস তুঙ্গে মার্সেলো বিয়েলসার দলের। কোপার রেকর্ড শিরোপা জিততে কলম্বিয়ার বাধা সহজেই পার হতে চায় উরুগুয়ে। কাগজে কলমে এগিয়ে থাকার পাশাপাশি পরিসংখ্যানেও এগিয়ে আছে তারা। 

এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে কলম্বিয়ার বিপক্ষে ১৫টি ম্যাচ খেলেছে উরুগুয়ে। তাদের ৭ ম্যাচ জয়ের বিপরিতে কলম্বিয়া জিতেছে তিন ম্যাচ। পাঁচটি ম্যাচ ড্র হয়েছে। দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার লুইস সুয়ারেজকে ইনজুরির কারনে এম্যাচেও শুরু থেকেই পাচ্ছে না মার্সেলো বিয়েলসা। তবে ডারউইন নুনেজ-ম্যাক্সিমিলিয়ানো আরাউজো-ফাকুন্দো রেবেললোরা ঘুরিয়ে দিতে পারে ম্যাচের ভাগ্য।

দুই দল অতীতে ৪৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ২০ বার জয় পেয়েছে উরুগুয়ে। ১৪ বার জয় পেয়েছে কলম্বিয়া। বাকি ১১ বার ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। জয়-পরাজয়ের সংখ্যায় খুব একটা পার্থক্য নেই। ফিফা র‌্যাঙ্কিংয়েও খুব একটা পার্থক্য নেই দুই দলের। কলম্বিয়া ১২ নম্বরে। উরুগুয়ে ১৪ নম্বরে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর