সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অধিনায়ক কে হবেন জানালেন জয় শাহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৪, ০৩:০৪ পিএম

শেয়ার করুন:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অধিনায়ক কে হবেন জানালেন জয় শাহ

কদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছে ভারত। ২০০৭ সালের পর এবারই প্রথম সংক্ষিপ্ত ফরম্যাটের এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয়রা। বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১১ বছরের আইসিসি শিরোপা ঘোচায় দলটি। এদিকে দেশকে ট্রফি জিতিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া রোহিতের বর্তমান বয়স ৩৭। সংক্ষপ্ত ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার পর ওয়ানডে ক্রিকেট খেলা চালিয়ে যবেন কি না এ নিয়েও ভক্তদের অনেকের মনেই জেগেছিল সংশয়। এদিকে আগামী বছরই অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আসন্ন এ টুর্নামেন্টে ভারতের অধিনায়ক নতুন কেউ হবেন কি না তা নিয়েও ছিল জল্পনা-কল্পনা।


বিজ্ঞাপন


তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব জয় শাহ। এক ঘোষণায় তিনি আজ জানিয়েছেন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রোহিত শর্মার অধীনেই খেলবে ভারত।

এএনআই এর এক্স হ্যান্ডলে শেয়ার করা এক ভিডিওতে জয় শাহ বলেন, ‘আমার পুরো ভরসা আছে যে, রোহিত শর্মার অধীনেই আগামী বছর আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাও জয় করবো।’


বিজ্ঞাপন


এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি বিদায়ি কোচ রাহুল দ্রাবিড় এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দেয়া তিন সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা-বিরাট কোহলি এবং রন্দীন্দ্র জাদেজার প্রতি উৎসর্গ করে বলেন, ‘ঐতহাসিক এই শিরোপা জয়ের জন্য ভারতীয় দলকে অনেক অনেক শুভকামনা। এই জয় আমি কোচ রাহুল দ্রাবিড়, রোহিত-কোহলি এবং জাদেজাকে উৎসর্গ করতে চাই।’

জয় শাহ আরও বলেন, ‘গত এক বছরের মধ্যে এটি ছিল আমাদের তৃতীয় ফাইনাল, গত বছরের জুনের ২৩ তারিখে আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারি, টানা দশ ম্যাচ জিতে আমরা মানুষের হৃদয়ের জায়গা করে নিলেও নভেম্বর ২৩ তারিখে আমরা শিরোপা জিততে পারিনি। রাজকোটে আমি বলেছিলাম, আগামী বছরের জুনে আমরা হৃদয়ও জিতবো কাপও জিতবো, বিশ্ব দরবারে ভারতের পতাকা উড়াবো। আর আমাদের অধিনায়ক ঠিক সেটাই করেছেন।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর