শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

উরুগুয়ের বিপক্ষে ভিনিসিয়ুসের বদলে যাকে নামাবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৪, ১২:১৫ পিএম

শেয়ার করুন:

উরুগুয়ের বিপক্ষে ভিনিসিয়ুসের বদলে যাকে নামাবে ব্রাজিল

ব্রাজিলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর দল গুছানোর জন্য খুব বেশি সময় পাননি দরিভাল জুনিয়র। কোপা আমেরিকা শুরুর আগে তিনি জানিয়েছিলেন, টুর্নামেন্টে ভালো কিছু করতে হলে দ্রুতই দলের ভারসাম্য খুঁজে বের করতে হবে। সেলেসাওদের একাদশে ভারসাম্য খুঁজে পাওয়াটা যে জরুরী তা এবারের আসরে তাদের খেলা দেখেই বুঝা গেছে। 

কোপা আমেরিকায় এবার নিজেদের সেরা খেলাটা উপহার দিতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র-রদ্রিগোরা। ফরোয়ার্ড লাইনে যেমন নিজেদের ছন্দ ধরে রাখতে পারেননি সেলেসাওরা তেমনি মাঝমাঠেও দেখা গেছে সমন্বয়হীনতার অভাব। এসবের মাঝেই নতুন করে সমস্যায় পড়তে হয়েছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে।


বিজ্ঞাপন


আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচ হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে সেলেসাওদের। কিন্তু শক্তিশালি প্রতিপক্ষের বিপক্ষে এই ম্যাচে খেলতে পারবেন না ভিনিসিয়ুস।

এবারের আসরে অন্যতম ফেবারিট দল উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার অধীনে রীতিমতো উড়ছে ফেদ ভালভার্দেরা। কিন্তু টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় কাল উরুগুয়ের বিপক্ষে খেলতে পারবেন না ব্রাজিলের বর্তমান দলের সবথেকে বড় তারকা ভিনি। এমন অবস্থায় তাঁর বদলে কাকে নামাবেন দরিভাল জুনিয়র তাই নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

ভিনিসিয়ুসের বদলে ব্রাজিলের শুরুর একাদশে কাল এন্দ্রিককে খেলানো হবে এমন ধারণাই করছিলেন অনেকে। দরিভাল জুনিয়রও এমন আভাসই দিয়েছেন। সরাসরি না বললেও এন্দ্রিকই যে নিজের প্রতিভা দেখানোর সুযোত পেতে চলেছেন তাই বুঝা গেছে ব্রাজিল কোচের কথায়। দরিভাল বলেন, ‘আমরা একজন গুরত্বপূর্ণ ফুটবলারকে হারিয়েছি। তবে আমরা আরেকজনকে পেয়েছি যে সুযোগের অপেক্ষায় আছে। কে জানে এটা হয়তো এন্দ্রিকই হতে চলেছে!’

দরিভাল আরও বলেন, ‘আমাদের অবশ্যোই গোল করার উপায় খুঁজে বের করতে হবে। প্রতিপক্ষকে যেন আমাদের স্ট্রাইকাররা একের পর এক আক্রমণ করতে পারে সেই সুযোগ করে দিতে হবে। এর কোনো ব্যতিক্রম নেই।’

এন্দ্রিককে নিয়ে দরিভাল বলেন, ‘এন্দ্রিক নাম্বার নাইন হিসেবে খেলবে এমন কনো কথা নেই। খেলার চাহিদা অনুযায়ী নিজের জায়গা বদলাতে পছন্দ করে সে। ও এমন একজন ফুটবলার যে মাঠে দ্রুত নিজের জায়গা বদলে আক্রমণে যায়।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর