ব্রাজিলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর দল গুছিয়ে নেয়ার জন্য খুব বেশি সময় পাননি দরিভাল জুনিয়র। কোপা আমেরিকা শুরুর আগে তিনি জানিয়েছিলেন, টুর্নামেন্টে ভালো কিছু করতে হলে দ্রুতই দলের ভারসাম্য খুঁজে বের করতে হবে। সেলেসাওদের দলে ভারসাম্য খুঁজে পাওয়াটা যে জরুরী তা এবারের আসরে তাদের খেলা দেখেই বুঝা গেছে। এদিকে এসবের মধ্যেই নতুন সমস্যায় পড়েছেন ভিনিসিয়ুসদের কোচ।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখেছিলেন ভিনিসিয়ুস। টানা দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না এই রিয়াল মাদ্রিদ তারকা। এদিকে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি জিততে না পারায় শেষ আটে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে খেলতে হবে সেলেসাওদের।
বিজ্ঞাপন
মার্সেলো বিয়েলসার অধীনে এবারের কোপা আমেরিকায় দুর্দান্ত খেলছে উরুগুয়ে। গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতেই শেষ আট নিশ্চিত করেছেন ফেদ ভালভার্দেরা। তাই সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ডারউইন নুনিয়েজরা যে রদ্রিগোদের কঠিন পরীক্ষা নিবেন তা ধারণা করাই যায়। ভিনিসিয়ুসকে ছাড়া সে পরীক্ষা আরও কঠিন হতে পারে সেলেসাওদের জন্য।

বিয়েলসার উরুগুয়ের কাছে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও হেরেছিল ব্রাজিল। এমনকি কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনাও হেরেছে কেবল এই উরুগুয়ের কাছেই। এবারের কোপা আমেরিকায় তাই ফেবারিট উরুগুয়ে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভিনিসিয়ুসের না খেলতে পারাটা তাই ব্রাজিলের জন্য কঠিন হতে চলেছে।
কোপা আমেরিকায় এখনো দুর্দান্ত পারফর্ম্যান্স করে দেখাতে পারেননি দরিভালের শিষ্যরা। রদ্রিগো-ভিনিরা যেমন জ্বলে ওঠতে পারেননি, তেমনি ব্রুনো গিমারেজ-লুকাস পাকেতারাও ছিলেন নিষ্প্রভ। তাই শুধু ভিনির না থাকা নয়, কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামার আগে পুরো দল নিয়েই ভাবতে হবে দরিভালকে।
এদিকে ভিনিসিয়ুসের বদলে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের একাদশে এন্দ্রিকের থাকার সম্ভাবনাই বেশি। তরুণ এই তারকার উপরই যদি ভরসা করেন ব্রাজিল কোচ তাহলে রদ্রিগোকে খেলতে দেখা যেতে পারে লেফট উইংয়ে। সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলবেন এন্দ্রিক, আর রাইট উইংয়ে দেখা যেতে পারে কলম্বিয়া ম্যাচে গোল করা রাফিনিয়াকে। এন্দ্রিক ছাড়াও দরিভালের হাতে বিকল্প হিসেবে আছেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লী, সাভিওরা।
সেই সঙ্গে উরুগুয়েকে হারিয়ে সেমিফাইনালে ওঠতে হলে ব্রাজিলের মাঝমাঠের ফুটবলারদেরও জ্বলে ওঠতে হবে। নিজেদের মধ্যে বোঝাপড়াটাও বাড়িয়ে নিতে হবে দরিভালের শিষ্যদের।

