শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

সর্বকালের সেরা পেস বোলার কে জানালেন ব্রায়ান লারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৪, ০৫:১৯ পিএম

শেয়ার করুন:

সর্বকালের সেরা পেস বোলার কে জানালেন ব্রায়ান লারা

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে এবার লাল বলের ক্রিকেটে মাঠে নামবে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন টেস্টের সিরিজ খেলবে বেন স্টোকসের দল। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে দুই দলের প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ১০ জুলাই।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন জেমস অ্যান্ডারসন। ইংলিশ এই পেসারকেই সর্বকালের সেরা পেসার হিসেবে আখ্যায়িত করেছেন বিশ্ব ক্রিকেটের আরেক কিংবদন্তি ব্রায়ান লারা। স্কাই স্পোর্টস ক্রিকেটকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।


বিজ্ঞাপন


৪১ বছর বয়সী অ্যান্ডারসন ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সেরা পেসার হিসেবেই স্বীকৃত। ইংলিশদের হয়ে তাঁর রয়েছে দারুণ সব অর্জন। লাল-বলের ক্রিকেটে একমাত্র পেসার হিসেবে তিনি গড়েছেন ৭০০ উইকেট নেয়ার মাইলফলক।

377436

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম টেস্টের দলে আছেন অ্যান্ডারসন। লর্ডসের এই ম্যাচটি হতে চলেছে তাঁর ক্যারিয়ারের ১৮৮তম এবং শেষ টেস্ট। এর আগে ইংলিশ এই পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন লারা।


বিজ্ঞাপন


স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে লারা বলেন, ‘অ্যান্ডারসন ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা পেসার। ওর পরিস্নগখ্যা অসাধারণ, ইংল্যান্ডের হয়ে সে দারুণ খেলেছে। আমি জানি যে অবসর নেয়ার ইচ্ছা ওর নেই, কিন্তু এটা সে মেনে নিয়েছে।’

লারা আরও বলেন, ‘ইংল্যান্ডের হয়ে অ্যান্ডারসন দারুণ একটি ক্যারিয়ার গড়েছে। খুব বেশি ইংলিশ ক্রিকেটার নেই যে ওর কাছাকাছি আসতে পারবে। পেসারদের মধ্যে সবথেকে বেশি টেস্ট উইকেটের মালিক সে। আর তাছাড়া ওর রয়েছে ২৩ বছরের দীর্ঘ এক ক্যারিয়ার।’

ইংলিশ ক্রিকেটার হিসেবে অ্যান্ডারসন পুরো বিশ্বের সম্মান পাবে জানিয়ে লারা আরও বলেন, ‘আমার মনে হয় কেবল কোর্টনি ওয়ালশই হয়তো ওর মত লম্বা সময় ধরে খেলেছে। কিন্তু অ্যান্ডারসনের ল্যাগাসি দারুণ। ইংলিশ ক্রিকেটার হিসেবে সারা বিশ্বের সম্মান ও পাবে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর