আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসির ক্যারিয়ার জুরে কি নেই! ক্লাব ফুটবলে এমন কিছুর অর্জন নেই যেটা মেসির নেই। বার্সেলোনার হয়ে স্পেনে হয়েছেন সর্বজয়ী। এরপরে ফ্রান্সেও পিএসজিকে জিতিয়েছেন লীগ ওয়ান শিরোপা। ইউরোপ ছেড়ে লা পুলগা যোগ দিয়েছ যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। এখানে এসেও লিগ কাপের শিরোপা জিতিয়েছেন মেসি। যা ক্লাবটির ইতিহাসের প্রথম কোনো শিরোপা। আরেকটু হলে তো মেসির হাত ধরে দ্বিতীয় শিরোপাও জিতে যেত ফ্লোরিডার ক্লাবটিতে। কিন্তু ফাইনালে হেরে ইউএস ওপেন কাচে রানার্সআপ হয় ইন্টার মিয়ামি। গোল্ডেন বুট, বেস্ট প্লেমেকার অ্যাওয়ার্ড তো আছেই, জিতেছেন রেকর্ড গড়া সর্বোচ্চ অষ্টম ব্যালন ডি’অর।
বিজ্ঞাপন
আরও পড়ুন-১৪৭ বছরের ইতিহাসে পাকিস্তানের লজ্জার রেকর্ড
এছাড়া জাতীয় দলের হয়ে আর্জেন্টাইন খুদে জাদুকর সামনে থেকে নেতৃত্ব দিয়ে ২০২১ সালে ঘরে আনে কোপা আমেরিকা শিরোপা। এরপর ২০২২ সালে বিশ্বকাপপের অধরা সোনালী ট্রফি বাস্তবায়ন করে ফেলেন লা পুলগা। ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনা জিতে নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা আর মেসি জিতে নেয় প্রথম বিশ্বকাপ। পেশাদার ফুটবলে সম্ভাব্য প্রায় সবকিছুই জিতেছেন লিওনেল মেসি। কিন্তু একটা শিরোপার স্বাদ এখনও পাননি তিনি। সেই আক্ষেপ নিয়েই হয়ত ক্যারিয়ার শেষ করা লাগতে পারে ইন্টার মিয়ামির আর্জেন্টাইন সুপারস্টারের। একটু বিস্ময় হলেও এটাই সত্যি। বর্ণিল ক্যারিয়ারে একবারের জন্য হলেও গোল্ডেন ফুট জিততে পারেননি মেসি।
আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিকদের ভোটাভুটিতে প্রতি বছর দেওয়া হয় গোল্ডেন ফুট। প্রাথমিকভাবে ১০ জনকে মনোনয়ন দেওয়া হয়। মেসি অবশ্য আগেও মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু চূড়ান্ত সাফল্য আসেনি। ২০০৩ সালে এই পুরস্কার প্রচলনের পর ২০ জন গোল্ডেন ফুট জিতেছেন। কিন্তু দ্বিতীয়বার এটি জয়ের সুযোগ পাননি কোনো ফুটবলার।
বিজ্ঞাপন
আরও পড়ুন-২০২৪ সালে যেসব আসরে চোখ থাকবে ক্রীড়াপ্রেমীদের
আরও পড়ুন-টি-টোয়েন্টির জৌলুশে কি হারিয়ে যাবে টেস্ট ক্রিকেট?
বিশেষ এই পুরস্কারে বয়স একটা মানদণ্ড। ২৮ বছরের নিচে কোনো ফুটবলারকে এই ট্রফি দেওয়া হয় না। এই খেতাব জিতেছেন রবার্তো ব্যাজ্জিও, রোনালদিনহো, ক্রিশ্চিয়ানো রোনালদো, জ্লাতান ইব্রাহিমোভিচ, মোহাম্মদ সালাহর মতো তারকারা। মেসির মতো ইংল্যান্ডের কোনো ফুটবলারও গোল্ডেন ফুট কখনো জিততে পারেননি। যেটি ইংলিশদের বড় আক্ষেপ।
মেসি এতদিনেও কেন গোল্ডেন ফুট জিততে পারেনি এটা বড় বিস্ময়ের। তাই বলে এখনও যে তার এটা জয়ের সম্ভাবনা নেই এমনটি নয়। ২০২৩ সালের গোল্ডেন ফুট জয়ের দৌড়ে আছেন মেসি। এই লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে। লড়াইয়ে আছেন রিয়াল মাদ্রিদের জার্মান প্লে-মেকার টনি ক্রুস।
এখন পর্যন্ত গোল্ডেন ফুট পেয়েছেন যারা-
নাম | সাল | ক্লাব |
রবার্ট লেভানডভস্কি | ২০২২ | বার্সেলোনা |
মোহাম্মদ সালাহ | ২০২১ | লিভারপুল |
ক্রিশ্চিয়ানো রোনালদো | ২০২০ | জুভেন্টাস |
লুকা মদ্রিরচ | ২০১৯ | রিয়াল মাদ্রিদ |
এডিনসন কাভানি | ২০১৮ | পিএসজি |
ইকার ক্যাসিয়াস | ২০১৭ | পোর্তো |
জিয়ানলুইজি বুফন | ২০১৬ | জুভেন্টাস |
স্যামুয়েল ইতো | ২০১৫ | আন্টালিয়াস্পর |
আন্দ্রেস ইনিয়েস্তা | ২০১৪ | বার্সেলোনা |
দিদিয়ের দ্রগবা | ২০১৩ | গালাতাসারাই |
জ্লাতান ইব্রাহিমোভিচ | ২০১২ | পিএসজি |
রায়ান গিগস | ২০১১ | ম্যানচেস্টার ইউনাইটেড |
ফ্রান্সিসকো টট্টি | ২০১০ | এএস রোমা |
রোনালদিনহো | ২০০৯ | এসি মিলান |
রবার্তো কার্লোস | ২০০৮ | ফেনারব্যাচ |
আলেসান্দ্রো ডেল পিয়েরো | ২০০৭ | জুভেন্টাস |
রোনালদো নাজারিও | ২০০৬ | রিয়াল মাদ্রিদ |
আন্দ্রে শেভচেঙ্কো | ২০০৫ | এসি মিলান |
পাভেল নেদভেদ | ২০০৪ | জুভেন্টাস |
রবার্তো ব্যাজ্জিও | ২০০৩ | জুভেন্টাস |