শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ঢাকা

ছয় বছরের চুক্তিতে ম্যানসিটিতে ‘নতুন মেসি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৪, ০৭:৫৩ পিএম

শেয়ার করুন:

ছয় বছরের চুক্তিতে ম্যানসিটিতে ‘নতুন মেসি’

গত এপ্রিলে অনূর্ধ্ব–১৭ কোপা আমেরিকা দিয়ে আলোচনায় আসেন আর্জেন্টিনার তরুণ ফুটবলার ক্লদিও এচেভেরি। লিওনেল মেসির সঙ্গে খেলার ধরণে অনেকটা মিল থাকায়, 'নতুন মেসি' হিসেবে পরিচিত এই তরুণ তুর্কি। সেই তরুণ এচেভেরিকে দলে পেতে বেশ কিছুদিন ধরেই ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর মধ্যে কাড়াকাড়ি চলছে। যেখানে পিএসজি, চেলসি, ম্যানসিটি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো ক্লাবগুলোর চোখ ছিল 'নতুন মেসি' খ্যাত এচেভেরির দিকে। তবে সেই লড়াইয়ে জিতেছে প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিই।

আর্জেন্টিনার উদীয়মান তারকা ক্লদিও এচেভেরিকে পেতে তার বর্তমান ক্লাব রিভার প্লেটের সাথে সব চুক্তি সম্পন্ন করেছে সিটিজেনরা। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতে ইউরোপে পাড়ি দিবেন এই প্রতিভাবান ফরোয়ার্ড। এক টুইটে রোববার এই তথ্য দিয়েছেন দলবদলের অন্যতম ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো। 


বিজ্ঞাপন


ফ্যাবরিজিও রোমানো লেখেন, ছয় বছরের চুক্তিতে এচেভেরিকে দলে টেনেছে ম্যানসিটি। তাকে দলে পেতে সিটিজেনদের খরচ করতে হচ্ছে ২২ মিলিয়ন ইউরো। যদিও উভয়পক্ষই এখনো আনুষ্ঠানিক ভাবে বিষয়টি জানায়নি।

তবে এখনই ইংলিশ ক্লাবটিকে যোগ দিচ্ছেন না তিনি। রিভারপ্লেটের সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তি আছে এভেচেরির। চুক্তির মেয়াদ শেষ হলেই যোগ দিবেন সিটি শিবিরে। ২০১৭ সাল থেকে রিভারপ্লেটের একাডেমিতে আছে এচেভেরি।

অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে স্মরণীয় এক জয় এনে দেন এচেভেরি। নজর তার উপর আগে থেকেই ছিল, নতুন করে নিজেকে তিনি জানান দেন এই হ্যাটট্রিকের মাধ্যমে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর