সময়ে স্রোতে হারিয়ে যাচ্ছে আরও একটি বছর। নানা রকম আনন্দ-বিষাদে কেটেছে ২০২৩ সালের বিশ্ব ক্রীড়াঙ্গন। গত বছরের মতো এ বছরও বেশ কয়েকটি টুর্নামেন্ট অপেক্ষা করছে ক্রীড়াপ্রেমীদের জন্য। বাংলাদেশের খেলামোদিদের জন্য আছে প্রিমিয়ার লিগ (বিপিএল), টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর, গ্রেটেস্ট শো অন আর্থ নামে পরিচিত হওয়া অলিম্পিক। এছাড়া ফুটবলে চারটি আলাদা মহাদেশীয় প্রতিযোগিতা বুদ হবে ক্রীড়াপ্রেমীরা। তবে বিশ্ব আর মাঠের বাইরে ঝড় তুলবে কোপা আমেরিকা ও ইউরোর দিকে। তাদের উন্মাদনার জন্য ব্যস্ত সূচিতে ঠাসা ২০২৪।
এএফসি এশিয়ান কাপ
বিজ্ঞাপন
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ঠাসা সূচির মাঝেই জানুয়ারিতে শুরু হচ্ছে দুই মহাদেশের ফুটবল উৎসব। এশিয়ান মহাদেশের ফুটবল শ্রেষ্ঠত্বের আসর এএফসি এশিয়ান কাপ শুরু হবে ১২ জানুয়ারি। এশিয়া মহাদেশের ২৪ দেশ লড়বে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায়। ২০২২ বিশ্বকাপের ভেন্যু কাতারে হবে এই আসর। জমজমাট এই আসরের ফাইনাল হবে ১০ ফেব্রুয়ারি।
এছাড়া একইসময় আফ্রিকার দেশ আইভরি কোস্টে হবে আফ্রিকান কাপ অব নেশন্স (আফকন)। যে আসরটি শুরু হবে ১৪ জানুয়ারি। আর ফাইনাল গড়াবে ১২ ফেব্রুয়ারি। আফ্রিকান ফুটবলের সবচেয়ে বড় এই আসরে খেলবে ২৪ দল। দেশটির ৬ ভেন্যুতে চলবে এই ফুটবলযজ্ঞ।
চ্যাম্পিয়ন্স লিগসহ ক্লাব ফুটবল-
এপ্রিলের শেষ এবং মে মাসের শুরুতে ইউরোপিয়ান শীর্ষ ৫ লিগের শিরোপা নির্ধারণী ম্যাচগুলোতেও পুরোদমে চলবে ক্লাব ফুটবলের উন্মাদনা। মে মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহেই নিষ্পত্তি হবে শিরোপার লড়াই। ১৭ই মে ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ ডে। ১৮ই মে বুন্দেসলিগার শেষদিন। ২৬ই মে পর্দা নামবে স্প্যানিশ লা লিগা এবং ইতালিয়ান সিরি ‘আ’-এর। ২৫মে মাঠে গড়াবে এফএ কাপ ফাইনাল। চলবে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ এবং কনফারেন্স লিগের সেমিফাইনাল পর্ব।
বিজ্ঞাপন
জুন-জুলাইয়ের সূচিতেও চোখ থাকবে ফ্যানদের। জুনের ১ তারিখ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হবে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। এরপরেই আন্তর্জাতিক বিরতিতে মাঠে গড়াবে ইউরো এবং কোপা আমেরিকার আসর।
ইউরো ও কোপা আমেরিকা-
১৪ জুন থেকে এক মাসের জন্য চলবে উয়েফা ইউরো। জার্মানির ১০ শহরে বসবে ২৪ দলের এই টুর্নামেন্ট। ফাইনাল হবে ১৪ জুলাই। জুনের ২০ তারিখ থেকে শুরু হবে কোপা আমেরিকার ৪৮তম আসর। বিশেষ এই আসর হবে যুক্তরাষ্ট্রে। অংশ নেবে উত্তর এবং দক্ষিণ আমেরিকার ১৬ দেশ। ফাইনাল হবে ১৪ জুলাই।
গ্রেটেস্ট শো অন আর্থ নামে পরিচিত হওয়া অলিম্পিক
প্যারিস অলিম্পিকে ফুটবল চলবে ২৪ জুলাই থেকে ১০ আগস্ট। ৭ ভেন্যুতে খেলবে ২৪ দল। কোপা আমেরিকার পর এবার অলিম্পিক ফুটবলেও দেখা যেতে পারে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসিকে।
আগস্টে শুরু হবে ক্লাব ফুটবলের নতুন মৌসুম। জুনে ইউসিএল ফাইনাল শেষেই শুরু হবে দলবদলের গ্রীষ্মকালীন উইন্ডো। সেদিকেও নজর থাকবে ভক্তদের। ফুটবলে বুদ হবে বিশ্ব আর মাঠের বাইরে ঝড় তুলবে সমর্থকরা।