বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আওয়ামী লীগের মনোনয়নের পর দুঃসংবাদ পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩, ০৫:৫২ পিএম

শেয়ার করুন:

আওয়ামী লীগের মনোনয়নের পর দুঃসংবাদ পেলেন সাকিব

বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান ২২ গজের লড়াই বাদ দিয়ে রাজনীতির মাঠে নেমেছেন। আজ সুসংবাদও পেয়েছেন টাইগার অধিনায়ক। মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী হিসেবে সাকিবের নাম ঘোষণা করেন। তবে মনোনয়ন পাওয়ার পরই ক্রিকেটে দুঃসংবাদ পেলেন তিনি। 

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ শেষ হয়েছে। এ টুর্নামেন্টে ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত শর্মারা পরাজিত হলেও থেমে নেই ক্রিকেট নিয়ে ভারতীয়দের মাতামাতি। নতুন করে দেশটিতে তো বটেই, সার্বিক ভাবেই আবার ক্রিকেট পাগল সমর্থকদের মাঝে উন্মাদনার আমেজ নিয়ে এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আজ ছিল আসন্ন আইপিএলে ক্রিকেটার ধরে রাখার শেষ দিন। যেখানে টাইগার অধিনায়ক সাকিবকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 


বিজ্ঞাপন



বিজ্ঞাপন


আসন্ন আইপিএল মৌসুমকে সামনে রেখে দল গোছানোর কাজে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। বর্তমানে চলছে ক্রিকেটারদের ধরে রাখার কাজ। সবশেষ মৌসুমে যারা খেলেছেন তাদেরকে আসন্ন মৌসুমেও দলে রাখবেন নাকি ছেড়ে দিবেন তাই নিয়ে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিরা।

আজ ২৬ নভেম্বর আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্রিকেটার ধরে রাখা বা ছেড়ে দেয়ার শেষ দিন। নিলামের আগেই তাই আসন্ন মৌসুম নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। ইতিমধ্যেই বেশ বড় এক চমক হয়েই এসেছে হার্দিক পান্ডিয়ার দলবদলের খবর।

আসছে মৌসুমে ভারতীয় এই পেস বোলিং অলরাউন্ডার গুজরাট টাইটান্স ছেড়ে যোগ দিতে পারেন নিজের পুরোনো ঠিকানা মুম্বাই ইন্ডিয়ান্সে। এজন্য মুম্বাইকে খরচ করতে হবে ১৫ কোটিরও বেশি রূপি। এছাড়া ইংল্যান্ড তারকা ব্যাটার জো রুটও ইতিমধ্যেই আইপিএল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।

আসছে মৌসুমে সাকিব-লিটন-মুস্তাফিজরা দল পাবেন কিনা তা নিয়ে বাংলাদেশি দর্শকদের মাঝেও ছিল বেশ আগ্রহ। সবশেষ মৌসুমে মুস্তাফিজ খেলেছেন দিল্লী ক্যাপিটালসের হয়ে। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে অবশ্য খুব একটা আলো ছড়াতে পারেননি তিনি। ভালো করতে পারেনি তার দলও। তবে আজ জানা গেল সাকিব-লিটন মুস্তাফিজ তিন বাংলাদেশির কাউকেই ধরে রাখে নি আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর